প্রবাসী শ্রমিক হিসেবে এলেও এখন তারা বিনিয়োগকারী। প্রত্যেকের নিজ নিজ লাইসেন্স ব্যবসা করছেন। কেউ হোটেল রেস্টুরেন্ট, কেউবা অ্যাপার্টমেন্ট আবার কেউ লন্ড্রির ব্যবসা করছেন। তরুণ এ সকল উদ্যোক্তা চান দেশ থেকে আরও শ্রমিক এনে কাজে লাগাতে। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে। প্রত্যেকে চাইলে কয়েকশ শ্রমিক এনে কাজে লাগাতে পারেন দুবাইতে। কিন্তু ভিসা বন্ধ থাকায় তাদের ব্যবসায় ঝুঁকি বাড়ছে। এসব বিষয় নিয়ে বার্তার মুখোমুখি দুবাই প্রবাসী বাঙালিরা।