কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক। জন্ম ঢাকায় হলেও তার বেড়ে ওঠা রাজশাহীর মিয়াপাড়ার বাড়িতে। ৪৭’র দেশভাগের সময় বাড়িটি ছাড়তে হয়, যা আজন্ম দাগ কেটেছিল ঋত্বিকের মনে। ঋত্বিকের সিনেমায় দেশভাগের গভীর ক্ষতচিহ্ন ফুটে উঠে। ৮০’র দশকে ইজারা পাওয়া ঋত্বিকের বাড়িটি ভেঙে গ্যারেজ প্রতিষ্ঠা করতে চায় হোমিওপ্যাথিক কলেজ। দেশের সংস্কৃতি কর্মীদের প্রতিবাদে বাড়ি ভাঙার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।