বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী, কার্টুনিস্ট ও চারুশিক্ষক রফিকুন নবী—রনবী নামেই বেশি পরিচিত। বিখ্যাত কার্টুন চরিত্র ‘টোকাই’-এর স্রষ্টা। শিল্পকলায় অবদানের জন্য পেয়েছেন একুশে পদক (১৯৯৩)। তিনি ৭ই মার্চের ভাষণের একজন প্রত্যক্ষদর্শী। তৎকালীন ঢাকা আর্ট কলেজের (বর্তমানে চারুকলা) ছাত্র রফিকুন নবী আরো দুজন শিক্ষার্থীসহ ঐতিহাসিক সেই জনসভায় পৌঁছান এবং ভাষণ শোনেন। ২০০৮ সালে তার আঁকা খরা শীর্ষক চিত্রকর্মের জন্য ৮০টি দেশের ৩০০ জন চিত্রশিল্পীর মধ্যে ‘এক্সিলেন্ট আর্টিস্টস অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে মনোনীত হন।