বসন্তের দখিনা বাতাসে ঝরে পড়ছে জীর্ণ, শুষ্ক ঝরা পাতা। কান পাতলে ভেসে আসছে ঝরা পাতাদের মর্মর ধ্বনি। বনে বনে ঝরা পাতার আদিঅন্তহীন বিস্তার। বসন্তের এক পাশে শীতের স্পর্শ নিয়ে বিদায় নিচ্ছে ঝরা পাতা, আরেক পাশে দোলা দিচ্ছে সবুজের উদ্ভাসন। প্রকৃতির এই অনিন্দ্য রূপান্তর কথা ও সুরে পরিস্ফুট করেছেন বাঙালির চিরসখা রবীন্দ্রনাথ। বাংলার, বাঙালির সংবাদ সারথি বার্তা২৪.কম উপস্থাপন করেছে চিরায়ন প্রকৃতির এই রূপময়তা। নেপথ্যে কণ্ঠ দিয়েছেন জার্মানি প্রবাসী শিল্পী কণা ইসলাম।