ভেষজ গুণে ভরপুর একটি ফল আমলকি। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং আয়রণ যা মানব শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দন্তরোগ সারাতে টাটকা আমলকি ফলের জুড়ি নেই তেমনি আমলকি রক্তের কোলেস্টেরল-মাত্রা হ্রাস করতে পারে বলে প্রমাণ রয়েছে। এছাড়া পেটের পীড়া, সর্দি, কাশি ও রক্তহীনতা, লিভার ও জন্ডিস রোগে উপকারী বলে আমলকি ফলটি বিবেচিত।