নগরের ঘেরাটোপে বর্ষা আসে আকাশ কালো করে। অবিরাম খেলা করে মেঘের ভেলা। দক্ষিণের পতেঙ্গা উপকূলের ভাসমান মেঘ আসে নাগরিক আকাশে। চট্টগ্রামের পুরোটা দিগন্ত জুড়ে মেঘমালার বিস্তার। দূরের আকাশরেখা ছুয়ে পাহাড় ও অরণ্য। বর্ষার বৃষ্টিধারায় প্রাণময় সবুজের মেলা। বৃক্ষ, শাখা, পত্রালিতে আলোর নাচন। গাছে গাছে পাতাদের সবুজ শরীরে বর্ষার স্পর্শ।