মধ্যপ্রাচ্যের উন্নত জাতের খেজুর গবেষণার মাধ্যমে বাংলাদেশে আবাদের উপযোগী করা হচ্ছে। এই লক্ষ্যে নিবিড় গবেষণা চালাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সিটিউটের (ব্রি) গবেষকরা। গবেষণার সফলতায় অবশেষে খেজুর ধরতে শুরু করেছে মেহেরপুরের মুজিবনগর জার্মপ্লাজম সেন্টারের গাছগুলোতে। এ নিয়ে আগ্রহের সীমা নেই দূর-দূরান্তের দর্শনার্থী ও স্থানীয় মানুষের।