রংপুর সিটি করপোরেশন এলাকার কুকরুলে পুরোনো বিজ্র ভেঙে ২০১৭ সালে শুরু হয়েছিল নতুন ব্রিজ তৈরির কাজ। দেখতে দেখতে দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু এখনো শেষ হয়নি ব্রিজ নির্মাণ। এতে করে বর্ষাকালে ব্রিজের পাশের বিকল্প রাস্তাটি ডুবে থাকছে পানির নিচে। এখন ব্রিজের চারদিকে শুধু পানি আর পানি। কোনটি চলাচলের রাস্তা আর কোনটি ব্রিজ, দূর থেকে দেখে বোঝার উপায় নেই।