ট্রল করায় আইনি পদক্ষেপ নিচ্ছে লুবাবার পরিবার



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। মূলত দাদার হাত ধরেই শোবিজে পথচলা শুরু এই খুদে তারকার। গান, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছেন লুবাবা। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ সমাদর পেয়েছেন।

এমনিক সিনেমাতেও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি। বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে তার হাতে।

সম্প্রতি সামাজিকমাধ্যমে নেটিজেনদের দ্বারা ট্রলের শিকার হচ্ছেন এই শিশুশিল্পী। বিষয়টি নিয়ে এবার সরব হলেন তার মা জাহিদা ইসলাম।

জানালেন, ট্রলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তিনি।

এ প্রসঙ্গে লুবাবার মা বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেব। আমি ডেঙ্গুতে আক্রান্ত বলে সময় নিচ্ছি। সুস্থ হলেই ব্যবস্থা নেব। কারণ, এটা আমার সন্তানের মানসিক সমস্যা সৃষ্টি করছে।’

নেটমাধ্যমে লুবাবার নামে একের পর এক ফেইক অ্যাকাউন্ট খোলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘লুবাবা টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।’

প্রসঙ্গত, কয়েক দিন আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা বলেন ‘কেন্দে দিয়েছি’। মুহূর্তেই ভাইরাল হয় ওই ভিডিও। তারপর থেকেই ট্রল করা হচ্ছে তাকে নিয়ে। যা এখনও সামাজিক মাধ্যমে চলমান রয়েছে।

   

প্রশংসিত পোস্টারে ববি-দীপের ঈদের ছবির ঘোষণা



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
‘ময়ূরাক্ষী’র পোস্টারে ববি ও দীপ

‘ময়ূরাক্ষী’র পোস্টারে ববি ও দীপ

  • Font increase
  • Font Decrease

দীর্ঘদিন ধরে সিনেমার পর্দায় দেখা নেই জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির। অবশেষে কোরবানির ঈদ মাতাতে হাজির হচ্ছেন এই গ্ল্যামার গার্ল। আর তার সঙ্গে আসছেন আন্তর্জাতিক টিভি চ্যানেল এইচবিওর ‘ইনভিজিবল স্টোরিজ’ সিরিজে অভিনয় করে আলোচনায় আসা অভিনেতা দীপ। রাশিদ পলাশ পরিচালিত এই জুটির ‘ময়ূরাক্ষী’ অবশেষে কোরবানির ঈদে আলো ছড়াতে চলেছে।

নির্মাতা একটি ভিন্নধর্মী পোস্টার প্রকাশের মাধ্যমে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন আজ। পোস্টারটি দেখেই নেটিজেনদের মন ভরে গেছে। সবাই প্রশংসা করছেন পোস্টারের ডিজাইনের। তাতে দেখা যাচ্ছে, রোমান্টিক ভঙ্গিতে নায়িকা ববি আর নায়ক দীপ একে অপরে বুদ হয়ে আছেন। সবচেয়ে আকর্ষনীয় বিষয় হলো- সবুজ গাছ দিয়ে তাদের সারা শরীর ও চুলের আদল তৈরী করা! প্রশংসিত এই পোস্টার শেয়ার করেছেন ছবির নায়ক-নায়িকাসহ শোবিজের একাধিক তারকাও। পোস্টারের ক্যাপশনে লেখা, ‘প্রেমিকের ভয় ডর থাকেনা.. ময়ূরাক্ষী.. বেইমান পাখির গল্প.. আসছে ঈদ উল আযহায়’। 

‘ময়ূরাক্ষী’র পোস্টারে ববি ও দীপ

গোলাম রাব্বানী গল্প ও চিত্রনাট্যে ছবিটিতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরীসহ আরও অনেকে। প্রেম আর প্রতারণার গল্পের এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, কোনাল, পুর্ণতা, তরসা, জাহিদ নিরব।

আজ ইন্টারন্যাশনালের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এক সময়কার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।

নির্মাতা বলেন, ‘'এরই মধ্যে ছবিটি মুক্তি দেওয়ার জন্য কয়েকটি তারিখ আমরা নির্ধারন করেছিলাম। কিন্তু সময়গুলো ঠিক ছবিটির জন্য পারফ্যাক্ট মনে হচ্ছিল না। ঈদে সবাই একটা ফেস্টিভ মুডে থাকে। তাই আমরা এই সময়টা বেছে নিয়েছি। আমরা চাই মানুষ আমাদের সিনেমাটা দেখুক।’

‘ময়ূরাক্ষী’র আরেকটি পোস্টারে ববি ও দীপ

অভিনেতা দীপ বলেন, ‘‘পরিচালকের কাছ থেকে ‘ময়ূরাক্ষী’র গল্প শুনেই মনে হয়েছিল, আমার চরিত্রটি দারুণ শক্তিশালী। অভিনয় করার অনেক সুযোগ রয়েছে। ছবিটি আমার চরিত্রের জার্নি দিয়েই শুরু হয়। চেষ্টা করেছি চরিত্রটি ঠিকঠাক করতে। দর্শক পছন্দ করলে আমার ক্যারিয়ারে সাফল্যের একটি পালক হিসেবে যুক্ত হবে ‘ময়ূরাক্ষী’।’

;

আদিত্য-অনন্যার সম্পর্কের নতুন গুঞ্জন!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বেশ অনেকদিন ধরেই আদিত্য রায় কাপুর এবং অনন্যা পান্ডের ব্রেকআপের গুঞ্জন চারদিকে ছড়িয়ে ছিল। আগে প্রায়ই বিভিন্ন জায়গায় এই কপোত কপোতিকে একসঙ্গে ঘুরতে দেখা যেত। তবে অনেকদিন ধরেই বাইরে বা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে দেখা যাচ্ছিল না৷ তাতেই বিচ্ছেদের গুঞ্জন চাঙ্গা হয়৷ এরই মধ্যে কথিত প্রাক্তন প্রেমিকা অনন্যার বান্ধবীর সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে আদিত্যর। অনন্যা-আদিত্যর সম্পর্কের আলোড়ন তোলা সারা আলীর সাথেই নাকি প্রেম করছিলেন তিনি৷

বিচ্ছেদের গুঞ্জন শুরু হয় যখন অনন্যা তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটা পোস্ট শেয়ার করেছিলেন৷ সেখানে লিখেছিলেন,‘যদি কোনোকিছু সত্যিই আপনার জন্য তৈরি হয়ে থাকে, তবে এটি আপনার কাছেই ফিরে আসবে। যদি তা একান্তই ছেড়ে যায়, তবে আপনাকে জীবনের সেই বিশেষ শিক্ষাগুলো দিয়ে যাবে যা কেবল নিজে থেকে শেখা যায়৷ যদি এটি সত্যিই আপনার জন্য হয়, তবে আপনি বার বার দূরে ঠেলে দিকেও তা আপনার কাছেই ফিরে আসবে। আপনি অস্বীকার সত্ত্বেও, এমনকি যদি আপনি অনুমান করেন- এত সুন্দর কিছু সত্যিই আপনার হতে পারে না, তাও ফিরে আসবেই৷’ তাই এই পোস্ট দেখে ভক্তরা মনে করেছিলেন মান-অভিমানের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা৷

তবে শুক্রবার (১০ মে) আদিত্যর সঙ্গে অনন্যার একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। আদিত্য তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে বিজ্ঞাপনটি শেয়ার করেন৷ বিজ্ঞাপনটি একটি চশমা কোম্পানির৷ এই বিজ্ঞাপনের শ্যুটিং এর পোস্টার মার্চের ২৯ তারিখ শেয়ার করেছিলেন আদিত্য৷ এপ্রিলের একসঙ্গে বিজ্ঞাপনে দেখা যায় তরুণ এই তারকা জুটিকে। এতে নেটিজেনদের একপক্ষ মনে করছেন বিচ্ছেদ হয়নি তাদের মধ্যে৷ বরং দু'জন একসঙ্গে বেশ সুখেই রয়েছেন এবং কাজে ব্যস্ত থাকছেন৷

বিশেষ সূত্রে জানা যায়, ব্রেকআপের পরে সারা আলী খানের সঙ্গে নতুন সম্পর্কেও জড়িয়েছেন আদিত্য রায় কাপুর। আসন্ন সিনেমা ‘মেট্রো.....ইন ডাইনো’ সিনেমায় একসঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন আদিত্য এবং সারা৷ সিনেমার পরিচালক অনুরাগ বসুর জন্মদিনেই একসঙ্গে দেখা যায় এই দু'জনকে। অনেক রাত অব্ধি একসঙ্গে পার্টি এবং নাচের মাধ্যমে মজা করতে দেখা যায় তাদের৷ সেখান থেকেই দুজনে প্রেমের গুঞ্জন ছড়ায় ভারতীয় শীর্ষ স্থানীয় গণমাধ্যমগুলোতে৷ তবে নতুন এই বিজ্ঞাপন প্রকাশের পর সেই গুঞ্জন মিথ্যা বলেই মনে হয়৷ যদিও এসব নিয়ে আদিত্য, অনন্যা বা সারা- কেউই সরাসরি কোনো মন্তব্য করেন নি৷

আদিত্য রায় কাপুর পর্দায় বার বার তাকে রোমান্টিক হিরোর চরিত্রে দেখা যায়। তবে বাস্তবে তার ব্যক্তিগত জীবনে রোমান্সের নাজেহাল অবস্থা। আশিকি টু সিনেমার পর থেকেই নাকি বাস্তবেও জুটি বেঁধেছিলেন শ্রদ্ধা কাপুরের সঙ্গে৷ সেই সম্পর্ক বেশিদিন না টিকলেও আদিত্যের জীবনে তার রেশ ছিল বহুদিন।

এরপর প্রেমে মজেন বলিউডের কমেডিয়ান চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের সঙ্গে। তবে গুঞ্জন ছিল অনন্যার সঙ্গে সম্পর্কেরও নাকি টালমাটাল অবস্থা! আবার নাকি নতুন সম্পর্কের পথে হাঁটছেন তিনি৷ সরাসরি কোনো ব্যাপারে মুখ না খুললেও একাধিক গুঞ্জন ছিল আদিত্যর নামে৷ 

 

 

;

বিয়ে করছেন খর্বাকৃতির ‘বিগ বস’ তারকা আবদু



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
সালমান খানের সঙ্গে আবদু, আঙটি হাতে বিয়ের ঘোষণা দেন তিনি

সালমান খানের সঙ্গে আবদু, আঙটি হাতে বিয়ের ঘোষণা দেন তিনি

  • Font increase
  • Font Decrease

তাজাকিস্তানের খর্বাকৃতির গায়ক আবদু রোজিক রীতিমতো ইন্টারনেট সেনসেশন। সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে ভারত তথা বাংলাদেশে দারুণ পরিচিতি লাভ করেছেন। ষাট ছুঁইছুঁই সালমান খান এখনও চিরকুমার! তবে ২০ বছর বয়সেই আইবুড়ো নাম ঘোচাতে চলেছেন সালমানের এই ভক্ত আবদু রোজিক। সম্প্রতি তিনি নিজেই একটি ভিডিও বার্তা পোস্ট করে এই সুখবর জানিয়েছেন।

সম্প্রতি একটি ভিডিও বার্তায় আবদু জানান, তিনি তার জীবনের ভালবাসা খুঁজে পেয়েছেন এবং গাঁটছড়া বাঁধতে প্রস্তুত। গেল বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের আংটির একটি ছবিও পোস্ট করেছেন আবদু। সাদা শার্ট, কালো ব্লেজার ও ম্যাচিং প্যান্টে ক্যামেরার সামনে বসে লাজুক মুখে বিয়ের কথা জানান তিনি।

বিগ বস হাউজে আবদু’র রসিকতা, কাজকর্ম দর্শককে খুব আনন্দ দিয়েছে

ভিডিও বার্তায় আবদু বলেন, ‘বন্ধুরা, আপনারা জানেন যে আমার বয়স ২০ বছর এবং আমি এমন একটি মেয়ের প্রেমে পড়ার স্বপ্ন দেখেছি যে আমাকে সম্মান করবে, যে আমাকে খুব ভালবাসবে। এটা আমার স্বপ্ন ছিল। হঠাৎ খুঁজে পেলাম সেই মেয়েকে যে আমাকে সম্মান করছে, অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। আমি জানি না কীভাবে এটি বলব কারণ আমি খুব উত্তেজিত। একটা গয়নার বাক্স বের করে আবদু বলল, ‘তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে।’

ক্যাপশনে আবদু লেখেন, ‘আমি জীবনে কখনো ভাবিনি যে আমি এমন একজন ভালোবাসার মানুষ পেয়ে যাব যে আমাকে সম্মান করবেৃ. আমি কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ এর পর থেকেই অভিনন্দনের বার্তায় ভাসছেন এই তারকা।

খালিজ টাইমস জানিয়েছিল যে, আবদু ১৯ বছর বয়সী আমিরাকে বিয়ে করছেন, যিনি শারজার মেয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ের শপিং মলের সিপ্রিয়ানি ডলসিতে আমিরার সঙ্গে আবদুর দেখা হয়। আগামী ৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতে তাদের বিয়ের অনুষ্ঠান হবে, বিষয়টি নিশ্চিত করেছে আবদুর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইটিং চ্যাম্পিয়নশিপ ম্যানেজমেন্ট (আইএফসিএম)।

বিশ্ববিখ্যাত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে আবদু

আবদু তাজিকিস্তানের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তিনি ‘বিগ বস ১৬’-তে অংশগ্রহণের মাধ্যমে ভারতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে পূর্ব পেশাগত বাধ্যবাধকতার কারণে স্বেচ্ছায় ‘বিগ বস ১৬’ ত্যাগ করেন আবদু। ছোটবেলা থেকেই দারিদ্রের মধ্যে দিয়ে বড় হওয়া আবদু সেই সময় থেকেই রিকেট রোগে আক্রান্ত। ফলে থেমে যায় তার শারীরিক বৃদ্ধি।

তথ্যসূত্র : হিন্দুস্থান টাইমস

;

বুবলীর অভিযোগে আইনের আওতায় সুরুজ বাঙালি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
শবনম বুবলী ও সুরুজ বাঙালি

শবনম বুবলী ও সুরুজ বাঙালি

  • Font increase
  • Font Decrease

সম্প্রতি আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী সাইবার অপরাধের শিকার হয়ে থানায় অভিযোগ জানিয়েছিলেন। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের দায়ে বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে সম্প্রতি থানায় এই অভিযোগ জানিয়েছিলেন নায়িকা।

বুবলীর অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত অভিনেতা সুরুজ বাঙ্গালিকে আইনের আওতায় আনা হয়েছে। শুধু তাকেই নয়, মৌ সুলতানা নামে একজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকেও আইনের আওতায় আনা হয়েছে। কাউন্টার টেরিরিজমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে।

শবনম বুবলী /  ছবি : ফেসবুক

জানা যায়, প্রথম দফায় আইনের আওতায় অভিনেতা আনা সুরুজ বাঙালি এবং কনটেন্ট ক্রিয়েটর মৌকে সতর্ক করা হয়েছে। ভুল বুঝতে পেরে তারা ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এমন মিথ্যা তথ্য ছড়াবেন না বলেও কথা দিয়েছেন।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা। ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোস্টিং এর নামে সংস্কৃতি কর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন। অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

শবনম বুবলী /  ছবি : ফেসবুক

বুবলীর ঘটনায় দুজনকে আইনের আওতায় আনার বিষয়টি উল্লেখ করে কাউন্টার টেরিরিজমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন থেকে বলা হয়, সাইবার স্পেসে যে কাউকে হেয় করা অপরাধ ও তাদের আইনের আওতায় আনা হবে। সংস্কৃতি কর্মী বা সাধারণ ভিক্টিম সবার জন্য আমাদের সাইবার সেবা উম্মুক্ত থাকবে।

২৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় জিডি করেন বুবলী। সেখানে দেখা যায়, ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশ’, ‘এসকে উজ্জল’, সোনিয়া শিমু’, ‘ফেরদৌস কবির’, ‘আবুল হোসাইন তুফান, ‘শাহিনুর আক্তার’, ‘জাহিদুল ইসলাস আপন’সহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেন এই নায়িকা।

 অপু বিশ্বাস /  ছবি : ফেসবুক

শুধু বুবলী নয়, গতকাল (৯ মে) একই অভিযোগ নিয়ে বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউবের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন অপু বিশ্বাসও।

;