ওস্তাদ রশিদ খান স্মরণে জয় গোস্বামীর লেখা



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
জয় গোস্বামী ও প্রয়াত ওস্তাদ রাশিদ খান

জয় গোস্বামী ও প্রয়াত ওস্তাদ রাশিদ খান

  • Font increase
  • Font Decrease

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী ওস্তাদ রশিদ খান আর নেই। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বেলা ৩টা ৪৫ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন এই কিংবদন্তি। রশিদ খানের বয়স হয়েছিল ৫৬ বছর।

এই গুণী শিল্পীর অকালে চলে যাওয়ায় সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশিদ খান। পদ্মভূষণ পাওয়ার পর তাকে নিয়ে জনপ্রিয় কবি জয় গোস্বামীর একটি লেখা প্রকাশিত হয়েছিল কলকাতার আনন্দবাজার পত্রিকায়। তার স্মরণে সেই লেখাটি তুলে ধরা হলো পাঠকদের জন্য-

‘‘এক সত্যিকারের সুসংবাদ এসে পৌঁছেছে শাস্ত্রীয় সঙ্গীত জগতে। ওস্তাদ রাশিদ খান ‘পদ্মভূষণ’ সম্মান লাভ করেছেন। পশ্চিমবঙ্গের পক্ষেও এ এক বড় সম্মান, কেননা ওস্তাদ রাশিদ খান কলকাতায় বাস করেন এবং তিনি বাংলার আপনজন। ওস্তাদ রাশিদ খানের গান আশির দশক থেকে শুনে আসছি। তাকে আমি পরিবারের সদস্য বলেই মনে করি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওস্তাদ রাশিদ খানকে আগেই সঙ্গীত মহাসম্মান ও বঙ্গবিভূষণে ভূষিত করেছেন। সেই সব অনুষ্ঠানে দু’-এক মিনিটের সৌজন্য সাক্ষাতের সূত্রে তাকে পরিবারের সদস্য হিসেবে দাবি করছি না। তার গান আমরা তিন জনে, অর্থাৎ আমি, কাবেরী ও বুকুন, একসঙ্গে শুনে থাকি প্রায়ই। আমাদের ঘরে তার গান পৌঁছনো মানেই তিনি ঘরের লোক হয়ে উঠেছেন।

কবি জয় গোস্বামী

ওস্তাদ রাশিদ খান তার দাদু ওস্তাদ নিসার হুসেন খানের কাছে প্রাথমিক তালিম পেয়েছিলেন এ কথা সকলেই জানি। তবে রাশিদ খানের গাওয়া ছায়ানট রাগের ‘ঝনক ঝনক ঝন নন নন নন বাজে বিছুয়া’ বন্দিশটি যারাই শুনেছেন তারা জানেন, রাগটি তিনি অবিকল ওস্তাদ নিসার হুসেন খানের ধরনে পরিবেশন করেননি। ওস্তাদ নিসার হুসেনের গাওয়া এই বন্দিশটি দ্রুত তিন তালে নিবদ্ধ। অন্য দিকে ওস্তাদ রাশিদ খান বন্দিশটি গেয়েছেন মধ্য লয়ে— অনেক ধীরে চলেছেন তিনি। গানের প্রথম শব্দ ‘ঝনক’ কথাটিতে মধ্য সপ্তকের আরম্ভের সা থেকে মন্দ সপ্তকের পঞ্চম পর্যন্ত নেমে গিয়ে আবার উঠতে থাকে বন্দিশটি। এই অংশে রাশিদ খানের কণ্ঠের গম্ভীর মন্দ্রতা যেন এই বন্দিশটির সূচনায় এক সতেজ সুরদীপ্তি দেয়। আবার মালবিকা কাননের গাওয়া ছায়ানট-এর একই বন্দিশ যারা শুনেছেন, তারা বুঝবেন বড় বড় শাস্ত্রীয় শিল্পীর গান শুনতে শুনতে রাশিদ খান তৈরি করেছেন তার নিজস্ব এক গায়কী। তার মারওয়া রাগে গাওয়া ক্যাসেটটির বিলম্বিত অংশে ওস্তাদ আমির খানকে মনে পড়েছিল বটে— কিন্তু সে-ক্যাসেট বেরিয়েছিল তিরিশ বছরেরও বেশি আগে। পরে আর ওই বিলম্বিত বিস্তারের ধরন রাশিদ খানের গানে প্রবেশ করতে পারেনি।

তার আরও দু’টি বড় গুণবাচক দিক নিশ্চয়ই শ্রোতাদের কানে ধরা পড়েছে- তা হল একই রাগ, তিনি দু’বার ঠিক একই রকম ভাবে পরিবেশন করেন না, রাগটিকে প্রতিবার নতুন রাস্তায় এগিয়ে নেওয়ার দিকে তার সুরকল্পনা কাজ করে। শ্যামকল্যাণ রাগে তার যে সিডি পাওয়া যায়, সেখানে আরম্ভে, আওচারের সময়ে তীব্র মধ্যমটি লাগান একটু দেরি করে। শ্রোতাদের আকুলতা বাড়িয়ে তবে পৌঁছন কড়িমা পর্দাটিতে। আবার কলামন্দিরে একবার শ্যামকল্যাণ রাগে তীব্র মধ্যমে আসতে এতই সময় নিলেন তিনি যে শ্রোতারা ব্যাকুল উঠলেন। ওস্তাদ শাহিদ পারভেজের সেতারের সঙ্গে তার যুগলবন্দির রেকর্ডটি চিরস্মরণীয় হয়ে আছে— রাগ বাগেশ্রীর রূপায়ণে দু’জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল না— বরং ছিল রাগটির রূপমাধুর্যকে খুলে ধরা, ছিল নানা বৈচিত্র্যপূর্ণ সুরের রাস্তা ধরে ধরে এগোনো।

শরৎ সদনে এক বার গৌড় সারং শুনেছিলাম। রাগের মধ্যে লুকিয়ে থাকা বেহাগের জায়গাটি কেমন ভাবে এসে চলে যায়, তা হঠাৎ চমকের মতো এলেই ফিরিয়ে নিচ্ছিলেন ওস্তাদ রাশিদ খান। অত্যন্ত সংযম ও পরিমিতি বোধের পরিচয় ছিল সেখানে। গৌড় সারংকে কেন ‘দিন কা বেহাগ’ বলা হয়, শ্রোতারা অনুভব করেছিলেন সে দিন।

প্রয়াত ওস্তাদ রাশিদ খান

ওস্তাদ রাশিদ খানের কাছে আমি বিশেষ কৃতজ্ঞ অন্য একটি কারণে। আমি অন্তত দু’বার তার গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনেছি। প্রথম বার শুনেছিলাম গ্র্যান্ড হোটেলে আনন্দ পুরস্কার প্রদানের অনুষ্ঠানে। প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ তিনি শ্রী রাগের আওচার ধরেছিলেন, একেবারে শাস্ত্রীয় সঙ্গীতের ধরনে। আমার আতঙ্ক জন্মাচ্ছিল, হয়তো রবীন্দ্রনাথের বাণীর উপর উক্ত রাগটির নানাবিধ সুরকৌশল ও অলঙ্করণ প্রয়োগ করবেন তিনি। রবীন্দ্রগানে বাণীর যে-শুদ্ধতা, তা বুঝি বা ছিঁড়েখুঁড়ে যাবে। রবীন্দ্রনাথ তো তার গানকে বাহুল্যমুক্ত করতেই চেয়েছিলেন। অথচ আশ্চর্য হয়ে দেখলাম, যখন গানের বাণীতে প্রবেশ করলেন, কোথাও একটিও অতিরিক্ত স্বর প্রয়োগ করলেন না। একাগ্র মনে গেয়ে চললেন ‘কার মিলন চাও বিরহী’, শ্রী রাগের আত্মা প্রতিষ্ঠিত হল যেন সংযমী গায়নে। দ্বিতীয় গানটি ছিল ‘কে বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর প্রভু’। সিন্ধুরাগে আশ্রিত এই গানের শুরুতে আবারও শাস্ত্রীয় সঙ্গীতের ধরনেই আওচার রাখলেন। কিন্তু গানের বাণীর মধ্যে অতিরিক্ত অলঙ্করণ এল না। প্রথম লাইনের শেষ শব্দ ‘প্রভু’ যখন এল, তখন শুদ্ধ রে থেকে পঞ্চমে গিয়ে তিনি দাঁড়ালেন একটুক্ষণ, আর প্রেক্ষাগৃহ ভরে গেল গভীর সুরের আচ্ছাদনে।

মাতৃভাষা বাংলা না-হলেও, বাংলার বিশ্বকবির গান ওস্তাদ রাশিদ খান যে-বিহিত শ্রদ্ধা নিয়ে নিবেদন করলেন, তা তার প্রতি আরও শ্রদ্ধাবান করে তুলল আমাকে। এই শ্রদ্ধা বাংলার ঘরে ঘরে তার শ্রোতাদের মনে সঞ্চিত আছে। আজ যে সম্মান তিনি লাভ করলেন, তার দ্বারা ওস্তাদ রাশিদ খানের প্রতি আমাদের মতো সাধারণ শ্রোতার ভালবাসাই জয়যুক্ত হল। জয়যুক্ত হল বাংলা।’’

১৯৬৮ সালের ১ জুলাই উত্তর প্রদেশের বদায়ুঁতে জন্ম রশিদ খানের। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন, হিন্দি ও বাংলা ছবিতে জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।

   

মা দিবসে পরীর আদুরে ভিডিওতে মায়া ছড়ালো নেটিজেন



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
পরী ও তার দুই সন্তান (কোলাজ)

পরী ও তার দুই সন্তান (কোলাজ)

  • Font increase
  • Font Decrease

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা  পরীমণি দিন দিন সবাইকে অবাক করে দিচ্ছেন! যে ইমেজ তার তৈরী হয়েছিল তিনি হয়ত সচেতনভাবেই সেই ইমেজ মুছে নিয়ে এক নতুন পরীকে মেলে ধরতে চাইছেন সমাজে।

নিজের ঔরসজাত সন্তানের প্রতি মায়ের টান থাকাটা স্বাভাবিক। ফলে পুত্র পূণ্যকে নিয়ে পরীর যে মায়া, যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে তা স্বাভাবিকভাবেই নিয়ে দর্শক। কিন্তু এবার একটি কন্যাকে দত্তক নিয়ে সবাইকে অবাক করেছেন এই নায়িকা। শুধু তাই নয়, হাসপাতালে পরিচয়হীন শিশুর কান্না দেখে পরী তার দেড় কোটি ফলোয়ারসমৃদ্ধ ফেসবুক পেজে লিখেছেন, ‘আল্লাহ! কেউ আমাকে বাচ্চাটাকে দিয়ে দেন। আমার ছেলে ঠিক এই ভাবেই আমাকে ডাকে!’

পরীমণি /  ছবি : ফেসবুক

পরীর এমন মমতাময়ী হৃদয় বার বার মন জয় করছে নেটিজেনদের। এবার মা দিবসে পরী বিশেষ ভিডিও প্রকাশ করে আরেক দফা মন জয় করলেন সবার। পুত্র পূণ্য আর সদ্য দত্তক নেওয়া কন্যা প্রিয়মের একসঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। 

সেই ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন, ‘হ্যাপি মাদার্সডে টু মি ! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি ‘

পুত্রের পর কন্যা সন্তান পেয়ে যেন আনন্দে ভাসছেন নায়িকা। জানা গেছে, আজ (১২ মে) কন্যার জন্য বিশেষ এক আয়োজন করছেন তিনি। এমনটা গণমাধ্যমে নিজেই জানিয়েছেন পরী। জানালেন, দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করছি আজ।

মেয়ের ছবি এখনই প্রকাশ না করলেও তার জন্য কেনা জামা কাপড়ের ছবি শেয়ার করেছেন পরী

তিনি বলেন, এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আজ প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর আয়োজন করা যায়, সেভাবেই করব।’

পরীমণি তার কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এর আগে দত্তক নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’
তিনি আরও বলেন, ‘জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো... আর কিছু দিন যাক।’

পরীমণি /  ছবি : ফেসবুক

এদিকে, পরীমণি ব্যস্ত রয়েছেন টালিউডের একটি ছবি নিয়েও। ‘ফেলু বক্সী’ নামের ছবিটিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা। এছাড়া গতকাল পরীমণি বাংলাদেশ পরিচালক সমিতির পুরস্কার প্রদাণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন।

;

আমার পৃথিবী তুমি গো মা, ছবিতে দেখুন ২০ তারকার ‘মা দিবস’



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
মায়ের সঙ্গে মিম, ইমরান, রুনা খান ও চঞ্চল চৌধুরী /  ছবি : ফেসবুক

মায়ের সঙ্গে মিম, ইমরান, রুনা খান ও চঞ্চল চৌধুরী / ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

সন্তানের জন্য মায়ের ত্যাগেরও কোন বর্ননা হয় না। আর মায়ের প্রতি প্রতিটি মানুষের আবেগ অনুভূতির কথা নতুন করে বলার কিছু নেই। তাই তো মায়ের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা প্রতি ক্ষণের জন্যই সমান। তারপরও বিশ্ব মা দিবস বলে একটা কথা আছে। যেদিন সন্তানরা আলাদা করে মাকে উদযাপন করেন। আজ সেই দিন। শোবিজ তারকাদের সোশ্যাল মিডিয়া তাই ভরে উঠেছে মায়েদের ছবিতে। দেখে নেওয়া যাক জনপ্রিয় তারকাদের তেমনি কিছু ছবি...

ছবি : ফেসবুক

প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী তার মায়ের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, “মা”, এর চেয়ে বড় আশ্রয় নেই, এর চেয়ে বড় পৃথিবী নেই। সকল মা আমাদের প্রার্থনায় থাকুক’

ছবি : ফেসবুক

বলিউড সুপারস্টার কাজল তার মা বরেণ্য অভিনেত্রী তানুজার সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মায়েরা চরিত্র গড়ে তোলেন! অন্তত আমি এটাই শুনেছি... চিন্তা করো না মা.. আমরা আমাদের সুখের ঐতিহ্য নিয়ে চলবো এবং অবশ্যই কৌতুকে আমাদের মাথা খুলে হাসার ঐতিহ্য শুধুমাত্র তুমি এবং আমি পাই...’

ছবি : ফেসবুক

বড়পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম তার মায়ের সঙ্গে ছবিটি দুদিন আগেই পোস্ট করেছেন। সেদিন ছিল তার মায়ের জন্মদিন। মিম লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার হৃদয়ের রানী। আমি তোমাকে প্রতিটি বছরের সাথে আরো ভালোবাসি। আমি প্রার্থনা করি প্রভুর আশীর্বাদ আজ এবং প্রতিদিন তোমার উপর বর্ষিত হোক। সবাই দোয়া করবেন আমার সুন্দর মাকে।’

ছবি : ফেসবুক

ছোটপর্দার সুপারস্টার মেহজাবীন চৌধুরী তার মায়ের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের পরিবারের হৃদয়। শুভ মা দিবস মা।’

ছবি : ফেসবুক

জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন তার মা এবং স্ত্রীর (কণ্ঠশিল্পী এলিটা করিম) সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এই দুইজন খুব সুন্দর মায়ের জন্য মা দিবস সবচেয়ে আনন্দের! আমাদের নষ্ট করার জন্য ধন্যবাদ কিন্তু আমাদের সবচেয়ে ভালো যত্ন নেওয়ার জন্য। ভালোবাসি তোমাকে’

ছবি : ফেসবুক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘তার সাথে আমার বয়সের পার্থক্য কুড়ি বছর। প্রথম ছবিটা আমি ক্লাস সেভেনে পড়াকালীন সময়ে তোলা। সে সময় সবাই আমাদের দুজনকে দেখে বলতো, ‘তোমরা কি দুজন বোন?’ আমি বুড়ো হয়ে গেলাম, সে এখনো তরুনী! বয়সের সাথে সাথে তার সৌন্দর্য-তারুণ্য বাড়ছে! ধৈর্য, মানবিকতা, আধুনিকতায় তোমার মত স্বশিক্ষিত্ব মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তুমি মানবিক-রুচিবোধসম্পন্ন-উদার-অপূর্ব সুন্দর মানুষ আম্মা। সুস্থ থাকো, এমনই সুন্দর থাকো, ভালোবাসা। হ্যাপী মাদারস ডে আম্মা।’

ছবি : ফেসবুক

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা তার গাওয়া একটি গানের লিংক শেয়ার দিয়ে লিখেছেন, ‘‘আমি বুড়ো হয়ে গেলেও, মা'র কোলে গিয়ে শোবো / মা কপালে রাখবে হাত, সব ক্লান্তিগুলো ধোব।’ বিশ্ব মা দিবসে আমার ছোট্ট শ্রদ্ধাঞ্জলী। গানটির গীতিকার ও সুরকার বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী প্রিন্স মাহমুদ।’’

ছবি : ফেসবুক

জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল তার মায়ের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পৃথিবীর সকল মা ভালো থাকুক।’

ছবি : ফেসবুক

এ সময়ের অন্যতম ব্যস্ত সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল তার মায়ের সঙ্গে ছবিটি প্রকাশ করে লিখেছেন, ‘বিশ্ব মা দিবসের অনেক শুভেচ্ছা মা। আমার পৃথিবী তুমি গো মা। আমার অস্তিত্ব, আমার নিঃশ্বাস, আমার শান্তি, আমার বেহেস্ত, আমার বেঁচে থাকার কারণ তুমি মা। মা, তুমি আমার আগে, জেওনাগো মরে। হ্যাপী মাদারস ডে কুইন আম্মু।’

ছবি : ফেসবুক

ছোটপর্দার মেধাবী অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন, ‘হ্যাপী মাদারস ডে আম্মু এন্ড হ্যাপী মাদারস ডে টু অল দ্য মাদারস ইন দ্য ওয়ার্ল্ড’।

ছবি : ফেসবুক

তারুণ্যের হার্টথ্রব অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘আমার কাছে কোন শব্দ নেই যা দিয়ে বুঝাতে পারবো তুমি আমার মা হওয়ায় আমি কতোটা সৌভাগ্যবান! আর আজতো আরও অনেক স্পেশ্যাল একটি দিন। আজ আমি যা কিছু করতে পেরেছি তার সবটাই আমার বাবা মায়ের জন্য। আজ খুব আবেগপ্রবণ লাগছে যখন আমার মাকে একটি সম্মানজনক পুরস্কার গ্রহণ করতে দেখেছি। এটা আমাকে আরও পরিশ্রম করতে উৎসাহ দিয়েছে। ধন্যবাদ আরটিভিকে আমার মাকে এই সম্মান দেওয়ার জন্য।’

ছবি : ফেসবুক

জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী মা হারিয়েছেন অল্প কিছুদিন হলো। স্বাভাবিকভাবেই এবারের মা দিবস তার জন্য ভীষণ কষ্টের। যা মেনে নেওয়া কঠিন। তিনি এই সাদাকালো ছবিটি পোস্ট করে শুধুই লিখেছেন, ‘আম্মা...’

ছবি : ফেসবুক

জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীরও মা মারা গিয়েছেন কিছুদিন আগে। মাকে ছেড়ে প্রথম মা দিবস কাটানো তাই মেয়ের জন্য ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাইতো পূজা পর পর দুটি পোস্টের মাধ্যমে মাকে স্মরণ করেছেন। তিনি মায়ের সঙ্গে এই ছবিটি দিয়ে একটি পোস্টে লিখেছেন, ‘ভালো থাকুক পৃথিবীর সকল মা। মামুনি দেখেছো, তুমি কি পচা কাজ করেছ? সকালে ঘুম থেকে উঠেই আজ চোখ থেকে জল পড়তে দিলে! সারাজীবনই তো এই জল পড়বে গো মা। কি করে থামাবো? উফ খুব কষ্ট হচ্ছে মামুনি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামুনি আর মনে রেখো তোমার হাতে লাঠিটা অনেক মিস করি, অনেক অনেক অনেক। হ্যাপী মাদার’স ডে।’
পূজা আরেকটি পোস্টে লিখেছেন, ‘আমি তো এতো ভেঙ্গে পড়ার মতো মেয়ে না। তবে আজকে কেনো এতো ভেঙ্গে পড়ছি!’

ছবি : ফেসবুক

হাফ স্টপ ডাউনের প্রযোজক মাহজাবীন রেজা চৌধুরী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শুভ মা দিবস’।

ছবি : ফেসবুক

ছোটপর্দার চাহিদাসম্পন্ন অভিনেতা ফারহান আহমেদ জোভান এই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আজ আমার জীবনের খুব বিশেষ একটা দিন। মা একটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন। তার চোখের অভিমান আমাকে বুঝিয়ে দিল যে ‘হ্যাঁ’, হয়তো এত বছরের কঠোর পরিশ্রমের পর আমি কিছু অর্জন করেছি। এই স্বীকৃতির জন্য আরটিভিকে ধন্যবাদ।’

ছবি : ফেসবুক

জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা তার মা ও ছোট ভাইয়ের সঙ্গে এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপী মাদারস ডে আম্মু।’

ছবি : ফেসবুক

স্টেজ মাতানো শিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া ছবিটি পোস্ট করে শুধুই এটুকু লিখেছেন, ‘আমার মা’

ছবি : ফেসবুক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা আতিয়া আনিসা লিখেছেন, ‘আজ এবং প্রতিদিন আমাদের চমৎকার মাকে উদযাপন করা উচিত, কারণ তারা আমাদের জগতটাকে এতো সুন্দরভাবে গড়ে দিয়েছেন। হ্যাপী মাদারস ডে আম্মু। আই লাভ ইউ।’

ছবি : ফেসবুক

জনপ্রিয় উপস্থাপক ছবিটি পোস্ট করে মৌসুমী মৌ লিখেছেন, ‘আমার মা আমার পৃথিবী! জগতের সকল মায়েরা ভালো থাকুক। মা দিবসের শুভেচ্ছা আম্মু!’

ছবি : ফেসবুক

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাঙালি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তার মায়ের সঙ্গে এই ছবিটি দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমার সুপারহিরোকে শুভ মা দিবস! সবকিছুর জন্য ধন্যবাদ...আজকের দিনটা শুধু তোমাকে উদযাপন করার ব্যাপার! তোমাকে ভালোবাসি।’

ছবি : ফেসবুক

বাংলাদেশের গুণী অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা তার মায়ের সঙ্গে বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ বিশ্ব মা দিবস। মা কে কখনও কোন দিনে বা ক্ষনে আবদ্ধ করা যায় না। মা তার আপন মহিমায়, আপন গতিতেই সমস্ত সময়ের অধিশ্বর। তবুও এই বিশেষ দিনে আমার মা , আমার শাশুড়ি মা এবং আমি মা সহ পৃথিবীর সকল মা কে জানাই স্বশ্রদ্ধ প্রনতি।’

;

আজ মেয়ের আকিকা করছেন পরীমণি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
চিত্রনায়িকা পরীমণি / ছবি : ফেসবুক

চিত্রনায়িকা পরীমণি / ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

কন্যা সন্তানের দত্তক নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। পুত্রের পর কন্যা সন্তান পেয়ে যেন আনন্দে ভাসছেন নায়িকা। জানা গেছে, আজ (১২ মে) কন্যার জন্য বিশেষ এক আয়োজন করছেন তিনি। এমনটা গণমাধ্যমে নিজেই জানিয়েছেন পরী। জানালেন, দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করছি আজ।

তিনি বলেন, এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আজ প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর আয়োজন করা যায়, সেভাবেই করব।’

মেয়ের ছবি এখনই প্রকাশ না করলেও তার জন্য কেনা জামা কাপড়ের ছবি শেয়ার করেছেন পরী

পরীমণি তার কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এর আগে দত্তক নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’

তিনি আরও বলেন, ‘জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো... আর কিছু দিন যাক।’

ছেলে পূণ্যকে নিয়ে পরীমণি

তবে পরীমণি ব্যস্ত রয়েছেন টালিউডের একটি ছবি নিয়েও। ‘ফেলু বক্সী’ নামের ছবিটিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা। এছাড়া গতকাল পরীমণি বাংলাদেশ পরিচালক সমিতির পুরস্কার প্রদাণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন।

;

মা দিবসে মাতৃত্বের খবর দিলেন ফারিয়া



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
ফারিয়া শাহরিন /  ছবি : ফেসবুক

ফারিয়া শাহরিন / ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

জনপ্রিয় লাক্স তারকা ফারিয়া শাহরিন। দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারে সুঅভিনয় নিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন। স্পষ্ঠভাষী হিসেবেও আলাদা পরিচিতি রয়েছে এই গ্ল্যামার গার্লের। তার অভিনীত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের অন্তরা চরিত্রটি তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়।

চার বছর প্রেমের সম্পর্ক শেষে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় লাক্স তারকা ফারিয়া শাহরিনের। এরপর গত বছরের জুলাইয়ের বিয়ের খবর জানান তিনি। আর আজ বিশ্ব মা দিবসের সকালে ফারিয়া জানান, তিনি নিজেই মা হতে যাচ্ছেন।

মাহফুজ রায়ানের সঙ্গে গত বছরের জুলাইয়ে বিয়ে হয় লাক্স তারকা ফারিয়া শাহরিনের

ফারিয়া তার ফেসবুকে লিখেছেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি’। ফারিয়ার কাছ থেকে এমন খবর পেয়ে বিনোদন অঙ্গনে তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। একটি মুঠোফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

;