সালমান খানের বাড়িতে গুলিবর্ষণকারীরা গ্রেপ্তার



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
সালমান খান /  ছবি : ফেসবুক

সালমান খান / ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

বলিউডের খান পরিবার এখন হয়তো একটু স্বস্তির নিশ্বাস ফেলছে। কারণ, সালমান খানের আবাসনের বাইরে যে দুজন দুষ্কৃতি গুলিবর্ষণ করেছিলেন, এখন তারা বন্দী।

গত রোববার কাকভোর থেকেই বলিপাড়ায় রীতিমতো হুলস্থুল পড়ে গেছে। এ দিন ভোর পাঁচটা নাগাদ দুজন ব্যক্তি মোটরসাইকেলে চেপে বান্দ্রায় ভাইজানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে, চারটি গুলি চালিয়েছিলেন। আর তার পর থেকে খান খানদানের ঘুম প্রায় উধাও। ফরেনসিক বিভাগ সালমানের ফ্ল্যাটের বাইরের দেওয়াল এবং বারান্দার দেওয়াল থেকে দুটি গুলি উদ্ধার করেছে। এই হামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখাকে। অপরাধ দমন শাখা অত্যন্ত তৎপরতার সঙ্গে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

সালমান খান /  ছবি : ফেসবুক

গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরের সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ আক্রমণকারী অজ্ঞাত দুই ব্যক্তির চেহারা উদ্ধার করতে পেরেছিল। এই দুই দুষ্কৃতির ছবি মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল।
সালমানের আবাসন থেকে এক কিলোমিটার দূরে মাউন্ট মেরি চার্চের পাশে পুলিশ তাদের ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার করে।

মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের নাম্বার ধরে পুলিশ এর মালিকের কাছে পৌঁছেছিল। কিন্তু পুলিশ জানতে পারে যে কিছু আগেই তিনি মোটরসাইকেল বেচে দিয়েছিলেন। এরপর আরও সিসিটিভি ফুটেজ থেকে অজ্ঞাত দুই দুষ্কৃতির চেহারা ভালোভাবে উদ্ধার করে ক্রাইম ব্রাঞ্চ। হামলাকারী দুই ব্যক্তির একজনের সংযোগ গুরুগ্রামের সঙ্গে পাওয়া গেছে বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে। অবশেষে ক্রাইম ব্রাঞ্চ গত সোমবার রাত একটা নাগাদ এই দুই দুষ্কৃতিকে গুজরাটের কচ্চের ভূজ থেকে গ্রেপ্তার করেছে।

‘টাইগার থ্রি’ ছবিতে সালমান খান /  ছবি : ফেসবুক

দুই দুষ্কৃতির একজন হলেন ২৪ বছরের বিক্কি সাহব গুপ্তা, আর অপরজন ২১ বছর বয়সী সাগর যোগেন্দ্র পাল। তাদের মধ্যে বিক্কি হরিয়ানার গুরুগ্রামের ছেলে, আর যোগেন্দ্র পাল বিহারের পশ্চিম চম্পারণ জেলার মসিহী নিবাসী। জানা গেছে যে গ্রেপ্তারের সময় তারা একটি মন্দিরে লুকিয়ে ছিলেন। বলা হচ্ছে যে লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য হলেন বিক্কি আর যোগেন্দ্র। তাদের গ্রেপ্তার করতে গুজরাট পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ গোপন অপারেশন করেছিল।

এই দুই অভিযুক্ত ব্যক্তিকে আজ মঙ্গলবার ভোরবেলায় মুম্বাইতে নিয়ে আসা হয়েছে। এখন তাদের আদালতে তোলা করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় দুই অভিযুক্ত ব্যক্তি বলেছেন, আক্রমণের জন্য তারা যে বন্দুক ব্যবহার করেছিলেন, তা সুরাটের নদীতে ফেলে দিয়েছেন।

‘কিসিকা ভাই কিসিকি জান’ ছবিতে সালমান খান /  ছবি : ফেসবুক

তাদের জিজ্ঞাসাবাদের পরই ক্রাইম ব্রাঞ্চ এই মামলার বিষয়ে আরও অনেক কিছু খোলাসা করতে পারবে। এই মামলার তদন্তের জন্য মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ১৫টা দল গঠন করেছে। এই দলগুলো দিল্লি, বিহার, হরিয়ানা, রাজস্থান ছাড়া গুজরাটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। দুই দুষ্কৃতিকে গ্রেপ্তারের পর পুলিশ প্রেস নোটের মাধ্যমে জানিয়েছে যে তাদের লোকেশন খুঁজে পেয়েছিল। মুম্বাই পুলিশের থেকে কচ্চ পুলিশ এই তথ্য পেয়েছিল। তারপর গুজরাট পুলিশ স্থানীয় সংবাদদাতাদের সক্রিয় করেছিল। এর আগে মুম্বাই পুলিশ জানিয়েছিল যে সালমানের বাসার বাইরে আক্রমণকারী দুই দুষ্কৃতি মাসখানেক আগেই মুম্বাইতে চলে এসেছিল। আর তারা নাভি মুম্বাইতে এক ঘর ভাড়া করে থাকতেন।

‘টাইগার থ্রি’ ছবিতে সালমান খান /  ছবি : ফেসবুক

গত রোববার ১৪ এপ্রিল ভোরবেলার গুলিবর্ষণের আওয়াজ যারা যারা শুনেছিলেন, বান্দ্রা পুলিশ সেইসব ব্যক্তির বয়ান নিয়েছে। ক্রাইম ব্রাঞ্চকে এই মামলার দায়িত্ব দেওয়ার আগে বান্দ্রা পুলিশ আইপিসির ধারা ৩০৭ (হত্যার চেষ্টা), আর অস্ত্র রাখার অপরাধে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক মামলা করেছিল। সালমানের বাসার বাইরে গুলিবর্ষণের দায়ভার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল নিয়েছে। লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল লরেন্স ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন, ‘জয় শ্রীরাম, আমরা শান্তি চাই। অন্যায়ের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত যদি যুদ্ধ হয়, তাহলে যুদ্ধই ঠিক আছে। সালমান খান, এই ঘটনা শুধু একটা ট্রেলার, তোমাকে যা আমরা দেখাতে চেয়েছিলাম। তুমি যাতে আমাদের শক্তি বুঝতে পার, আর আমাদের পরীক্ষা নিয়ো না। এটা প্রথম এবং শেষ হুমকি। এরপর গুলি শুধু বাড়িতে চলবে না। তুমি দাউদ ইব্রাহিম এবং ছোটা সাকিলকে ভগবান মেনে এসেছ। এর চেয়ে বেশি বলার অভ্যাস আমার নেই। লরেন্স বিষ্ণোই গ্রুপ, গোল্ডি বরাড় গ্রুপ, কালা জেঠরি গ্রুপ।’

   

সেন্সর বোর্ডের সদস্য হয়ে অবাক পূর্ণিমা!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
চিত্রতারকা পূর্ণিমা / ছবি : ফেসবুক

চিত্রতারকা পূর্ণিমা / ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

 

ঢালিউডের অন্যতম চিত্রতারকা পূর্ণিমা একটা সময় সেন্সর বোর্ডকে ভয় পেতেন! এই ভয় সিনেমা মুক্তির আগে সেন্সর বোর্ড থেকে তার সিনেমার কেমন ফিডব্যাক আসে সেটি নিয়ে। চমকপ্রদ খবর হচ্ছে, সেই পূর্ণিমা এখন সময়ের বিবর্তনে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য! 

আজ (১২ মে) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরকৃত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়েছে। খবরটি জানার পর পূর্ণিমা নিজেও সারপ্রাইজড হয়েছেন। পূর্ণিমা বললেন, আজ যখন সেন্সর সদস্য হওয়ার চিঠি পেয়েছি কিছুটা অবাক হয়েছি। এতো বছরের ক্যারিয়ারে বড় প্রাপ্তি ও গর্বের! কারণ, আগে যখন সিনেমা সেন্সরে জমা হতো, তখন কিছুটা নার্ভাস লাগতো। জানার আগ্রহ থাকতো আমার সিনেমাটি আনকাট পাশ হয়েছে কিনা। এখন সেই সেন্সরের বোর্ডের সদস্য হয়ে আমি বিভিন্ন ধরনের সিনেমা উপভোগ করতে পারবো। এতে সম্মানিতবোধ করছি।

চিত্রতারকা পূর্ণিমা / ছবি : ফেসবুক

রূপালি পর্দায় বর্ণিল ক্যারিয়ার পূর্ণিমার। তিনি উপহার দিয়েছেন মনের মাঝে তুমি, আকাশ ছোঁয়া ভালোবাসা, সুভা, বাধা, মা আমার স্বর্গ, শুভ বিবাহ, স্বামী স্ত্রীর যুদ্ধ, মনের সাথে যুদ্ধ মতো ব্যবসা সফল ও দর্শক নন্দিত সিনেমা। তুলনামূলক সিনেমা কম করলেও গেল কয়েক বছর পূর্ণিমা উপস্থাপনায় বেশ সরব। তার নান্দনিক উপস্থাপনার কাজটি চিত্রনায়িকা কিংবা অভিনেত্রী পরিচয়ের বাইরে নতুন করে পরিচিতি এনে দিয়েছে।

সেন্সর বোর্ডের সদস্য হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে পূর্ণিমা বলেন, ‘কখনো সেন্সর বোর্ডের সদস্য হতে পারবো এটা মনেই হয়নি। ওখানে যাওয়ার জন্য যথাযথ যোগ্যতা অর্জন করতে পেরেছি মনে করি না। তবুও আমাকে রাখা হয়েছে এবং সম্মান জানানো হয়েছে। আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। এতো সম্মানজনক কমিটিতে আমাকে রাখার জন্য তথ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

চিত্রতারকা পূর্ণিমা / ছবি : ফেসবুক

পূর্ণিমা ছাড়াও আগামী এক বছরের জন্য ১৫ সদস্যের এই সেন্সর বোর্ড কমিটিতে অভিনয়শিল্পীদের মধ্যে আরও আছেন অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, পূর্ণিমা, আজিজুল হাকিম। এছাড়াও রয়েছেন প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক জাহাঙ্গীর আলম। কার্যকর হওয়া নতুন কমিটিতে আরও আছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।

এছাড়া সেন্সর বোর্ডের সদস্য হিসেবে আছেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।

চিত্রতারকা পূর্ণিমা / ছবি : ফেসবুক

সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, নতুন এই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথ্য সচিব। তিনি আগামী একবছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।

;

মা দিবসে পরীর আদুরে ভিডিওতে মায়া ছড়ালো নেটিজেন



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
পরী ও তার দুই সন্তান (কোলাজ)

পরী ও তার দুই সন্তান (কোলাজ)

  • Font increase
  • Font Decrease

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা  পরীমণি দিন দিন সবাইকে অবাক করে দিচ্ছেন! যে ইমেজ তার তৈরী হয়েছিল তিনি হয়ত সচেতনভাবেই সেই ইমেজ মুছে নিয়ে এক নতুন পরীকে মেলে ধরতে চাইছেন সমাজে।

নিজের ঔরসজাত সন্তানের প্রতি মায়ের টান থাকাটা স্বাভাবিক। ফলে পুত্র পূণ্যকে নিয়ে পরীর যে মায়া, যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে তা স্বাভাবিকভাবেই নিয়ে দর্শক। কিন্তু এবার একটি কন্যাকে দত্তক নিয়ে সবাইকে অবাক করেছেন এই নায়িকা। শুধু তাই নয়, হাসপাতালে পরিচয়হীন শিশুর কান্না দেখে পরী তার দেড় কোটি ফলোয়ারসমৃদ্ধ ফেসবুক পেজে লিখেছেন, ‘আল্লাহ! কেউ আমাকে বাচ্চাটাকে দিয়ে দেন। আমার ছেলে ঠিক এই ভাবেই আমাকে ডাকে!’

পরীমণি /  ছবি : ফেসবুক

পরীর এমন মমতাময়ী হৃদয় বার বার মন জয় করছে নেটিজেনদের। এবার মা দিবসে পরী বিশেষ ভিডিও প্রকাশ করে আরেক দফা মন জয় করলেন সবার। পুত্র পূণ্য আর সদ্য দত্তক নেওয়া কন্যা প্রিয়মের একসঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। 

সেই ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন, ‘হ্যাপি মাদার্সডে টু মি ! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি ‘

পুত্রের পর কন্যা সন্তান পেয়ে যেন আনন্দে ভাসছেন নায়িকা। জানা গেছে, আজ (১২ মে) কন্যার জন্য বিশেষ এক আয়োজন করছেন তিনি। এমনটা গণমাধ্যমে নিজেই জানিয়েছেন পরী। জানালেন, দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করছি আজ।

মেয়ের ছবি এখনই প্রকাশ না করলেও তার জন্য কেনা জামা কাপড়ের ছবি শেয়ার করেছেন পরী

তিনি বলেন, এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আজ প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর আয়োজন করা যায়, সেভাবেই করব।’

পরীমণি তার কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এর আগে দত্তক নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’
তিনি আরও বলেন, ‘জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো... আর কিছু দিন যাক।’

পরীমণি /  ছবি : ফেসবুক

এদিকে, পরীমণি ব্যস্ত রয়েছেন টালিউডের একটি ছবি নিয়েও। ‘ফেলু বক্সী’ নামের ছবিটিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা। এছাড়া গতকাল পরীমণি বাংলাদেশ পরিচালক সমিতির পুরস্কার প্রদাণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন।

;

আমার পৃথিবী তুমি গো মা, ছবিতে দেখুন ২০ তারকার ‘মা দিবস’



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
মায়ের সঙ্গে মিম, ইমরান, রুনা খান ও চঞ্চল চৌধুরী /  ছবি : ফেসবুক

মায়ের সঙ্গে মিম, ইমরান, রুনা খান ও চঞ্চল চৌধুরী / ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

সন্তানের জন্য মায়ের ত্যাগেরও কোন বর্ননা হয় না। আর মায়ের প্রতি প্রতিটি মানুষের আবেগ অনুভূতির কথা নতুন করে বলার কিছু নেই। তাই তো মায়ের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা প্রতি ক্ষণের জন্যই সমান। তারপরও বিশ্ব মা দিবস বলে একটা কথা আছে। যেদিন সন্তানরা আলাদা করে মাকে উদযাপন করেন। আজ সেই দিন। শোবিজ তারকাদের সোশ্যাল মিডিয়া তাই ভরে উঠেছে মায়েদের ছবিতে। দেখে নেওয়া যাক জনপ্রিয় তারকাদের তেমনি কিছু ছবি...

ছবি : ফেসবুক

প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী তার মায়ের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, “মা”, এর চেয়ে বড় আশ্রয় নেই, এর চেয়ে বড় পৃথিবী নেই। সকল মা আমাদের প্রার্থনায় থাকুক’

ছবি : ফেসবুক

বলিউড সুপারস্টার কাজল তার মা বরেণ্য অভিনেত্রী তানুজার সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মায়েরা চরিত্র গড়ে তোলেন! অন্তত আমি এটাই শুনেছি... চিন্তা করো না মা.. আমরা আমাদের সুখের ঐতিহ্য নিয়ে চলবো এবং অবশ্যই কৌতুকে আমাদের মাথা খুলে হাসার ঐতিহ্য শুধুমাত্র তুমি এবং আমি পাই...’

ছবি : ফেসবুক

বড়পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম তার মায়ের সঙ্গে ছবিটি দুদিন আগেই পোস্ট করেছেন। সেদিন ছিল তার মায়ের জন্মদিন। মিম লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার হৃদয়ের রানী। আমি তোমাকে প্রতিটি বছরের সাথে আরো ভালোবাসি। আমি প্রার্থনা করি প্রভুর আশীর্বাদ আজ এবং প্রতিদিন তোমার উপর বর্ষিত হোক। সবাই দোয়া করবেন আমার সুন্দর মাকে।’

ছবি : ফেসবুক

ছোটপর্দার সুপারস্টার মেহজাবীন চৌধুরী তার মায়ের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের পরিবারের হৃদয়। শুভ মা দিবস মা।’

ছবি : ফেসবুক

জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন তার মা এবং স্ত্রীর (কণ্ঠশিল্পী এলিটা করিম) সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এই দুইজন খুব সুন্দর মায়ের জন্য মা দিবস সবচেয়ে আনন্দের! আমাদের নষ্ট করার জন্য ধন্যবাদ কিন্তু আমাদের সবচেয়ে ভালো যত্ন নেওয়ার জন্য। ভালোবাসি তোমাকে’

ছবি : ফেসবুক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘তার সাথে আমার বয়সের পার্থক্য কুড়ি বছর। প্রথম ছবিটা আমি ক্লাস সেভেনে পড়াকালীন সময়ে তোলা। সে সময় সবাই আমাদের দুজনকে দেখে বলতো, ‘তোমরা কি দুজন বোন?’ আমি বুড়ো হয়ে গেলাম, সে এখনো তরুনী! বয়সের সাথে সাথে তার সৌন্দর্য-তারুণ্য বাড়ছে! ধৈর্য, মানবিকতা, আধুনিকতায় তোমার মত স্বশিক্ষিত্ব মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তুমি মানবিক-রুচিবোধসম্পন্ন-উদার-অপূর্ব সুন্দর মানুষ আম্মা। সুস্থ থাকো, এমনই সুন্দর থাকো, ভালোবাসা। হ্যাপী মাদারস ডে আম্মা।’

ছবি : ফেসবুক

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা তার গাওয়া একটি গানের লিংক শেয়ার দিয়ে লিখেছেন, ‘‘আমি বুড়ো হয়ে গেলেও, মা'র কোলে গিয়ে শোবো / মা কপালে রাখবে হাত, সব ক্লান্তিগুলো ধোব।’ বিশ্ব মা দিবসে আমার ছোট্ট শ্রদ্ধাঞ্জলী। গানটির গীতিকার ও সুরকার বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী প্রিন্স মাহমুদ।’’

ছবি : ফেসবুক

জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল তার মায়ের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পৃথিবীর সকল মা ভালো থাকুক।’

ছবি : ফেসবুক

এ সময়ের অন্যতম ব্যস্ত সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল তার মায়ের সঙ্গে ছবিটি প্রকাশ করে লিখেছেন, ‘বিশ্ব মা দিবসের অনেক শুভেচ্ছা মা। আমার পৃথিবী তুমি গো মা। আমার অস্তিত্ব, আমার নিঃশ্বাস, আমার শান্তি, আমার বেহেস্ত, আমার বেঁচে থাকার কারণ তুমি মা। মা, তুমি আমার আগে, জেওনাগো মরে। হ্যাপী মাদারস ডে কুইন আম্মু।’

ছবি : ফেসবুক

ছোটপর্দার মেধাবী অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন, ‘হ্যাপী মাদারস ডে আম্মু এন্ড হ্যাপী মাদারস ডে টু অল দ্য মাদারস ইন দ্য ওয়ার্ল্ড’।

ছবি : ফেসবুক

তারুণ্যের হার্টথ্রব অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘আমার কাছে কোন শব্দ নেই যা দিয়ে বুঝাতে পারবো তুমি আমার মা হওয়ায় আমি কতোটা সৌভাগ্যবান! আর আজতো আরও অনেক স্পেশ্যাল একটি দিন। আজ আমি যা কিছু করতে পেরেছি তার সবটাই আমার বাবা মায়ের জন্য। আজ খুব আবেগপ্রবণ লাগছে যখন আমার মাকে একটি সম্মানজনক পুরস্কার গ্রহণ করতে দেখেছি। এটা আমাকে আরও পরিশ্রম করতে উৎসাহ দিয়েছে। ধন্যবাদ আরটিভিকে আমার মাকে এই সম্মান দেওয়ার জন্য।’

ছবি : ফেসবুক

জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী মা হারিয়েছেন অল্প কিছুদিন হলো। স্বাভাবিকভাবেই এবারের মা দিবস তার জন্য ভীষণ কষ্টের। যা মেনে নেওয়া কঠিন। তিনি এই সাদাকালো ছবিটি পোস্ট করে শুধুই লিখেছেন, ‘আম্মা...’

ছবি : ফেসবুক

জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীরও মা মারা গিয়েছেন কিছুদিন আগে। মাকে ছেড়ে প্রথম মা দিবস কাটানো তাই মেয়ের জন্য ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাইতো পূজা পর পর দুটি পোস্টের মাধ্যমে মাকে স্মরণ করেছেন। তিনি মায়ের সঙ্গে এই ছবিটি দিয়ে একটি পোস্টে লিখেছেন, ‘ভালো থাকুক পৃথিবীর সকল মা। মামুনি দেখেছো, তুমি কি পচা কাজ করেছ? সকালে ঘুম থেকে উঠেই আজ চোখ থেকে জল পড়তে দিলে! সারাজীবনই তো এই জল পড়বে গো মা। কি করে থামাবো? উফ খুব কষ্ট হচ্ছে মামুনি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামুনি আর মনে রেখো তোমার হাতে লাঠিটা অনেক মিস করি, অনেক অনেক অনেক। হ্যাপী মাদার’স ডে।’
পূজা আরেকটি পোস্টে লিখেছেন, ‘আমি তো এতো ভেঙ্গে পড়ার মতো মেয়ে না। তবে আজকে কেনো এতো ভেঙ্গে পড়ছি!’

ছবি : ফেসবুক

হাফ স্টপ ডাউনের প্রযোজক মাহজাবীন রেজা চৌধুরী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শুভ মা দিবস’।

ছবি : ফেসবুক

ছোটপর্দার চাহিদাসম্পন্ন অভিনেতা ফারহান আহমেদ জোভান এই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আজ আমার জীবনের খুব বিশেষ একটা দিন। মা একটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন। তার চোখের অভিমান আমাকে বুঝিয়ে দিল যে ‘হ্যাঁ’, হয়তো এত বছরের কঠোর পরিশ্রমের পর আমি কিছু অর্জন করেছি। এই স্বীকৃতির জন্য আরটিভিকে ধন্যবাদ।’

ছবি : ফেসবুক

জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা তার মা ও ছোট ভাইয়ের সঙ্গে এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপী মাদারস ডে আম্মু।’

ছবি : ফেসবুক

স্টেজ মাতানো শিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া ছবিটি পোস্ট করে শুধুই এটুকু লিখেছেন, ‘আমার মা’

ছবি : ফেসবুক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা আতিয়া আনিসা লিখেছেন, ‘আজ এবং প্রতিদিন আমাদের চমৎকার মাকে উদযাপন করা উচিত, কারণ তারা আমাদের জগতটাকে এতো সুন্দরভাবে গড়ে দিয়েছেন। হ্যাপী মাদারস ডে আম্মু। আই লাভ ইউ।’

ছবি : ফেসবুক

জনপ্রিয় উপস্থাপক ছবিটি পোস্ট করে মৌসুমী মৌ লিখেছেন, ‘আমার মা আমার পৃথিবী! জগতের সকল মায়েরা ভালো থাকুক। মা দিবসের শুভেচ্ছা আম্মু!’

ছবি : ফেসবুক

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাঙালি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তার মায়ের সঙ্গে এই ছবিটি দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমার সুপারহিরোকে শুভ মা দিবস! সবকিছুর জন্য ধন্যবাদ...আজকের দিনটা শুধু তোমাকে উদযাপন করার ব্যাপার! তোমাকে ভালোবাসি।’

ছবি : ফেসবুক

বাংলাদেশের গুণী অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা তার মায়ের সঙ্গে বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ বিশ্ব মা দিবস। মা কে কখনও কোন দিনে বা ক্ষনে আবদ্ধ করা যায় না। মা তার আপন মহিমায়, আপন গতিতেই সমস্ত সময়ের অধিশ্বর। তবুও এই বিশেষ দিনে আমার মা , আমার শাশুড়ি মা এবং আমি মা সহ পৃথিবীর সকল মা কে জানাই স্বশ্রদ্ধ প্রনতি।’

;

আজ মেয়ের আকিকা করছেন পরীমণি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
চিত্রনায়িকা পরীমণি / ছবি : ফেসবুক

চিত্রনায়িকা পরীমণি / ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

কন্যা সন্তানের দত্তক নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। পুত্রের পর কন্যা সন্তান পেয়ে যেন আনন্দে ভাসছেন নায়িকা। জানা গেছে, আজ (১২ মে) কন্যার জন্য বিশেষ এক আয়োজন করছেন তিনি। এমনটা গণমাধ্যমে নিজেই জানিয়েছেন পরী। জানালেন, দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করছি আজ।

তিনি বলেন, এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আজ প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর আয়োজন করা যায়, সেভাবেই করব।’

মেয়ের ছবি এখনই প্রকাশ না করলেও তার জন্য কেনা জামা কাপড়ের ছবি শেয়ার করেছেন পরী

পরীমণি তার কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এর আগে দত্তক নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’

তিনি আরও বলেন, ‘জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো... আর কিছু দিন যাক।’

ছেলে পূণ্যকে নিয়ে পরীমণি

তবে পরীমণি ব্যস্ত রয়েছেন টালিউডের একটি ছবি নিয়েও। ‘ফেলু বক্সী’ নামের ছবিটিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা। এছাড়া গতকাল পরীমণি বাংলাদেশ পরিচালক সমিতির পুরস্কার প্রদাণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন।

;