গৌরীপুরে 'ডোর টু ডোর ফ্রি রিলিফ সার্ভিস' চালু



উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন, দরিদ্র ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিতে ময়মনসিংহের গৌরীপুরে 'ডোর টু ডোর ফ্রি রিলিফ সার্ভিস' চালু করেছে স্থানীয় প্রশাসন।

গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পাশাপাশি এই কর্মসূচিতে সরকারি-বেসরকারি ও ব্যক্তি পর্যায়েও সহযোগিতা নেয়া হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর 'ডোর টু ডোর ফ্রি রিলিফ সার্ভিস' চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন খাবারের জন্য কাউকে যেন ঘরের বাইরে আসতে না হয়ে সেজন্য এই কর্মসূচির আওতায় অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। খাদ্যসামগ্রী পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। একটি মানুষও যেনো খাদ্য কষ্টে না থাকে আমরা সে প্রচেষ্টাই করে যাচ্ছি।

এদিকে 'ডোর টু ডোর রিলিফ সার্ভিস' কর্মসূচির সেবা পেতে হট লাইন চালু করেছে প্রশাসন। হটলাইনের নাম্বার- ০৩৫৯৮১৮২৩৮৭ (ম্যাসেজ) ০১৭১২-৬৭৯৮০৬ (কল)। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হট লাইন সেবা চালু থাকবে।

নির্ধারিত সময়ে হট লাইনে কল কিংবা ম্যাসেজ করলে প্রশাসনের স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিবে। পাশাপাশি যে সকল অসহায় মানুষ লোকলজ্জায় প্রকাশ্যে খাদ্য সহায়তা নিতে সংকোচবোধ তাদেরকেও হট লাইনে যোগাযোগ করতে বলেছে প্রশাসন। এক্ষেত্রে নাম পরিচয় গোপন রেখে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

পাশাপাশি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার নিজেও অসহায়দের বাড়ি বাড়ি ঘুরে খাবার বিতরণ করছেন।

তবে বিনা প্রয়োজনে কেউ সহযোগিতা চেয়ে হট লাইনে যোগাযোগ করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান বলেন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ও স্বাস্থ্য-বিভাগের বিধিনিষেধ মেনে সবাইকে ঘরে থাকতে বলছি। ডোর টু ডোর রিলিফ সার্ভিসের মাধ্যমে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি। সবাই যদি সচেতন হয়ে সামর্থ্যানুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে সরকারের পক্ষে করোনা মোকাবিলা অনেক সহজ হয়ে যাবে।

   

টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল 
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশের কনস্টেবল নিহত হয়েছে।

নিহত পুলিশ সদস্য আলাউদ্দিন খান উপজেলার অর্জুনা গ্রামের মৃত মাজম আলীর ছেলে।

সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার অর্জূনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত আলাউদ্দিন স্থানীয় অর্জুনা উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে সড়কের পাশ দিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় গরুবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে সড়কের উপর পরে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল হাসপাতালে স্থানান্তর করেন। পরে টাঙ্গাইল যাওয়ার পথেই তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খাদেমুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্য তার জানা নেই।

;

নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শহরে নিম্ন আয়ের বিশেষ করে বস্তিবাসীদের জন্য আবাসন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

এ উদ্দেশ্যে সোমবার (১৩মে) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গণপূর্তমন্ত্রী র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলাম, অতিরিক্ত সচিববৃন্দ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সিদ্দিকুর রহমানসহ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দফতর/সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক গণপূর্তমন্ত্রী নিম্ন আয়ের মানুষের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা তৈরি ও তা দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে তিনি পরিবেশ সুরক্ষা, প্রয়োজনীয় বনায়ন, উন্মুক্ত স্থান সংরক্ষণ, খেলার মাঠ, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার, পোড়ামাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহার, রেইন ওয়াটার হার্ভেস্টিং এর ব্যবস্থা, সারফেস ওয়াটার ব্যবহারের সর্বোচ্চ সুযোগ রাখার পরামর্শ প্রদান করেন।

প্রাথমিকভাবে তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় টঙ্গীর দত্তপাড়ায় তিনটি পর্যায়ে ১০০টি বহুতল ভবনে ১২ হাজার ৬০০টি ফ্ল্যাট নির্মাণের যে প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে তা দ্রুততম সময়ে বাস্তবায়ন করার নির্দেশনা দেন। ইতোমধ্যে এ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) সম্পন্ন হয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে ১৭টি ১৫ তলা বিশিষ্ট ভবনে ২ হাজার ১৪২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। ২য় পর্যায়ে ৪৭টি ভবনে ৫ হাজার ৯২২টি ও তৃতীয় পর্যায়ে ৩৬টি ভবনে ৫ হাজার ৪৩৬টি ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রী রাজধানীর করাইল বস্তি ও টি এন্ড টি কলোনির বস্তিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত অধিদফতরকে পৃথক পৃথক প্রকল্পের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণের জন্য প্রকল্প গ্রহণের নির্দেশনা প্রদান করেন। ৭৫০ বর্গফুট গ্রস আয়তনের এসব ফ্ল্যাটের অভিন্ন ডিজাইন প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রধান স্থপতিকে মৌখিক নির্দেশনা দেন।

রাজধানী ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য শহরেও প্রয়োজনীয়তার নিরিখে পর্যায়ক্রমে এ ধরনের প্রকল্প গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়নাধীন উত্তরা আবাসন প্রকল্পে (তৃতীয় পর্যায়) নিম্ন আয়ের মানুষের আবাসনের জন্য ১০ একর জমি নির্দিষ্ট রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে উক্ত জমিতে নিম্ন আয়ের মানুষের আবাসনের জন্য ফ্ল্যাট নির্মাণে প্রকল্প প্রস্তাব তৈরির জন্য মন্ত্রী নির্দেশনা প্রদান করেন। প্রকল্প বাস্তবায়নে নিজস্ব অর্থায়নের পাশাপশি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নও সম্ভব হলে গ্রহণ করা হবে বলে তিনি জনান।

ইতোমধ্যে রাজধানীর মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বস্তিবাসীদের জন্য ৫৩৩টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করেছে। এসব ফ্ল্যাটে তারা স্বাচ্ছন্দের সাথে বসবাস করছে। এছাড়া সিরাজগঞ্জের কোবদাস পাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বল্প আয়ের মানুষের উন্নত জীবন ব্যবস্থা শীর্ষক প্রকল্পের মাধ্যমে জেলার নদী ভাঙন কবলিত, ভূমিহীন বস্তিবাসীদের পুনর্বাসন করা হয়েছে। পরবর্তী প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এসব প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য মন্ত্রী পরামর্শ দেন। সেই সাথে সরকারের এসব জনহিতকর কার্যক্রম সম্পর্কে সর্বসাধারণের মাঝে ইতিবাচক প্রচারের জন্য তিনি পরামর্শ দেন।

;

পাটের জাত নিয়ে গবেষণা প্রয়োজন: বাণিজ্য প্রতিমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
পাটের জাত নিয়ে গবেষণা প্রয়োজন: বাণিজ্য প্রতিমন্ত্রী

পাটের জাত নিয়ে গবেষণা প্রয়োজন: বাণিজ্য প্রতিমন্ত্রী

  • Font increase
  • Font Decrease

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু বলেছেন, ধানের জাত নিয়ে গবেষণা হয়েছে। এতে বিভিন্ন জাত উদ্ভাবন হয়েছে। তেমনি পাটের জাত নিয়েও গবেষণা প্রয়োজন।

সোমবার (১৩ মে) দুপুরে বাংলাদেশ জুট মিল করপােরেশনের সাথে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পাট বাংলাদেশের প্রথম অর্থকরী ফসল। পাট নিয়ে স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রীও পাটজাত পণ্যের ব্যবহার নিয়ে ঘোষণা দিয়েছেন। অর্থনৈতিকভাবে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে পাটের গুরুত্ব আছে।

তিমি বলেন, পোষাক শিল্প এখন যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। পার্ট ও লেদার একি ধরনের সুবিধা পাবে। প্রধানমন্ত্রীর নির্দেশ এটি এবং এই নির্দেশ বাস্তবায়ন করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

পাট রফতানি ও পাটজাত পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাটের উপর আমরা নিদিষ্ট কিছু নীতিমালা দিব। যাতে পাটজাত পণ্য বা কাচা পাট রফতানিতে কোনো বাধা না থাকে। এছাড়া সড়ক পথে নয়, নৌ পথে পাট রফতানির বিষয়েও দেখা হবে। যাতে দেশে বৈদেশিক মুদ্রা আসে এবং ভ্যাট ট্যাক্স আদায় হয়।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বিজেএমএ'র সভাপতি আবুল হোসেনসহ বিভিন্ন পাটকলের পরিচালকগণ উপস্থিত ছিলেন।

;

চালকের গলা কেটে ছিনিয়ে নেয়া ইজিবাইক উদ্ধার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নীলফামারী
ফাইল ছবি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে সাফিয়ার রহমান (৫৫) নামে এক চালককে গলা কেটে ছিনিয়ে নেয়া ইজিবাইক দুর্বৃত্তদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩মে) সকালে ঢেলাপীর বাজার এলাকার মসজিদের সামন থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়। এরআগে গতকাল রাত ১২টার দিকে নীলফামারী পৌর শহরের কুখাপাড়া তিস্তা সেচ ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। পরে রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সাফিয়ার রহমান নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই ময়দানের পাড়া এলাকার মৃত. আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবেশে ইজিবাইকে উঠেন দুর্বৃত্তরা। এরপর জনশূন্য রাস্তায় নিয়ে গিয়ে ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য চেষ্টা করেন তারা। এ সময় চালক সাফিয়ার তাদের বাধা দেয়। বাধা দেওয়ায় তাকে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার ইজিবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার গোঙানি শব্দে আশেপাশের বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অ্যাম্বুলেন্স যোগে রংপুর যাওয়ার পথিমধ্যে রাত ১টা ৩০ মিনিটের মারা যান তিনি। পরে তার ছেলে রশিদুল ইসলাম বাদী হয়ে থাকায় মামলা দায়ের করেন। দুর্বৃত্তরা ইজিবাইকটি ব্যাটাটিসহ রেখে পালিয়ে যায় আজ সকালে পুলিশ সেটি উদ্ধার করে।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, চালককে গলা কেটে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনা নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আজ সকালে নিহতের চালিত ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

;