আবারো থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর থেকে আগামীকাল রোববার (৩০ ডিসেম্বর) দিবাগতরাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দিয়েছে বিটিআরসি।

বিজ্ঞাপন

এ বিষয়ে দুপুরে বিটিআরসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান,মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে৷ তবে চিঠি দিয়ে দ্রুত জানানো হবে। 

ব্রডব্যান্ড এর গতি নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত আসেনি। 

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার রাত ৮ টায় উচ্চ গতির ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছিলো তবে পরদিন শুক্রবার সকালে  তা আবার খুলে দেয়া হয়।