দিনভর রঙ-বেরঙের ঘুড়ি উড়েছে যে আকাশে, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সেখানেই আতশবাজির ঝলকানি! ছবি: নূর এ আলম
আকাশটা যেন ছিল উৎসব প্রেমীদের দখলে।ছবি: নূর এ আলম
সন্ধ্যা গড়িয়ে রাত হতেই নাচ-গান, রঙিন আলোর খেলা ও আতশবাজির মুহুর্মুহুর শব্দে উৎসবের রঙ যেন ছড়িয়ে পড়ে নগরজুড়ে। ছবি: নূর এ আলম
উচ্ছ্বসিত তরুণরা মুখে কেরোসিন নিয়ে আগুনের হলকার খেলা দেখাতে করে নানান কসরত। ছবি: নূর এ আলম
পৌষ সংক্রান্তিতে পুরান ঢাকাবাসী আয়োজন করে এ আনন্দ উৎসব। এ উৎসবের আরেক নাম সাকরাইন। ছবি: নূর এ আলম
ওড়ানো হয় বাহারি সব ফানুস। ছবি: নূর এ আলম