প্রচণ্ড গরমে আমিন বাজার ল্যান্ডিং স্টেশনের কাছে তুরাগের তীরে মাথায় করে বালু বহন করছেন এক নারী শ্রমিক/ছবি: নূর এ আলম
প্রখর রোদে কাজ করেও ক্লান্তিহীন শরীর, মুখে লেগে থাকে হাসি/ছবি: নূর এ আলম
মাথায় করে বালু এনে নির্ধারিত স্থানে রাখছেন শ্রমিকেরা/ছবি: নূর এ আলম
দাবদাহে কাজ করার পরও ন্যায্য মজুরি বঞ্চিত হন তারা/ছবি: নূর এ আলম
তিন বেলা দুমুঠো ভাতের জন্য হাড় ভাঙা পরিশ্রম করতে হয় শ্রমিকদের/ছবি: নূর এ আলম
ভোর থেকেই শ্রম বাজারে শুরু হয় দিনমজুরদের নিজেকে বিক্রি করার যুদ্ধ/ছবি: নূর এ আলম
শ্রম বাজারে বিক্রি না হলে পেটের ভাত জুটে না/ছবি: নূর এ আলম
দরদাম শেষে ‘বিক্রি’ হলেই মুখে হাসি নিয়ে খুন্তি-কোদাল নিয়ে কাজে যান শ্রমিকরা/ছবি: নূর এ আলম