আদালতে যাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ‘পলক ভাই, ইন্টারনেট আছে? প্রশ্নের উত্তরে তিনি বলেন, বোবা হয়ে আছি, বোবা। ছবি: নূর-এ-আলম
আদালত থেকে বেরিয়ে হাসতে হাসতে প্রিজন ভ্যানের দিকে যাচ্ছেন সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান। ছবি: নূর-এ-আলম
দুই পুলিশ কর্মকর্তার সাহায্যে আদালত থেকে বের হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি: নূর-এ-আলম
প্রিজন ভ্যানে এভাবেই মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় পলক কে। ছবি: নূর-এ-আলম
বেশ পরিপাটিভাবেই প্রিজন ভ্যান থেকে নেমে আদালতের উদ্দেশে যান সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ছবি: নূর-এ-আলম
প্রিজন ভ্যান থেকে নেমে ট্রাইব্যুনালের দিকে হেঁটে যান সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী। ছবি: নূর-এ-আলম
বেশ উচ্ছ্বসিতভাবে আদালত থেকে বের হয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ছবি: নূর-এ-আলম
এভাবে হাসি মুখে ট্রাইব্যুনালে হাজির হোন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। ছবি: নূর-এ-আলম
বেশ হাস্যোজ্জ্বল মুখে আদালতে আসেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: নূর-এ-আলম
সবার থেকে ব্যতিক্রম ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। একেবারেই বিমর্ষ চেহারায় প্রিজন ভ্যান থেকে নামেন তিনি। ছবি: নূর-এ-আলম
পুলিশ সদস্যের সাহায্যে স্বাভাবিকভাবেই আদালতে হাজির হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ছবি: নূর-এ-আলম
লাঠিতে ভর করে আদালত চত্ত্বরে এসেছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান। ছবি: নূর-এ-আলম
অনেকটা স্বাভাবিকভাবে ধীর পায়ে আদালতে প্রবেশ করেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। ছবি: নূর-এ-আলম
প্রিজন ভ্যান থেকে নেমে গম্ভীর মুখে ট্রাইব্যুনালে হাজির হন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। ছবি: নূর-এ-আলম