প্রতীক্ষা ও প্রত্যাশা

, শিল্প-সাহিত্য

রাহনুমা খান- কোয়েল | 2023-08-26 21:11:50

আমি ফিরে এলাম।
ফিরে এলাম আমার আপন কূলায়, নিজ গৃহকোণে;
যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তোমার চিহ্ন
তোমার ফেলে যাওয়া স্মৃতি, রেখে যাওয়া পারফিউম-
ইতস্তত ছড়ানো তোমার গল্পের বই;
এরা সকলে আমাকে বরণ করে নিল তোমার স্মৃতির গহ্বরে।

লিভিংরুম থেকে ভেসে আসেনা আর লেডি গাগা’র গান;
বেকিং এর মিষ্টি গন্ধ হারিয়ে গেছে বহুদূর-
রেখে যাওয়া চকোলেটগুলো অপেক্ষায় থাকে কার যেন;
চুলের ক্লিপ, সেফটিপিন আর চিপসের প্যাকেটগুলো কেমন
অনাথের মতো স্থবির, ভীত ও ম্রিয়মান।
নিথর-নির্বাক এই সকল বস্তুসামগ্রীর প্রখর চিৎকার
আমার দিনগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর করে তোলে ।

প্রিয় আত্মজা আমার-
সমুখে তোমার নতুন পথের আহ্বান
নতুন আশা, নতুন ভোর আর নতুন আগামীর হাতছানি-
ডানা মেলো, আমি বিমুগ্ধ চোখে তোমার ওড়াওড়ি দেখি।
আমি সেই আগের ঠিকানাতেই থাকবো;
সদ্য উড়তে শেখা পাখির ছানার মা যেমন বসে থাকে
তার ছানার ফেরার অপেক্ষায় -
যেন ঠিক সেভাবেই প্রতীক্ষায় রইলাম আমি ।
দিনশেষে কোন একদিন ফিরে এসো –
দেখা দিয়ে যেও;
নশ্বর পৃথিবীতে জেগে থাকুক
আমার এই অবিনশ্বর প্রত্যাশা ।

এ সম্পর্কিত আরও খবর