কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের জন্মদিন

, শিল্প-সাহিত্য

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 06:32:06

৩০ মে কবি, নাট্যকার, গীতিকার সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলালের জন্মদিন। তিনি এই দিনে শেরপুরে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ৭৫টি। তিনি মূলত কবি হলেও শিল্প-সাহিত্যের সব শাখায় বিচরণ করছেন। তাঁর কবিতায় গ্রাম বাংলা থেকে শুরু করে নগরায়ন, নাগরিক জীবন, জীবনের জটিলতা, প্রেম, পরবাস, পরাবাস্তব প্রভৃতি প্রতিফলিত হয়।

বর্তমান বাংলা কবিতার মূলধারাকে তিনি শাণিত করছেন, বাঁক ও বিবর্তনে ভূমিকা রাখছেন। কবিতায় যুক্ত করছেন নতুন টার্ম, নতুন ফর্ম। তাঁর 'তিন মিনিটের কবিতা' গ্রন্থটি তার উজ্জ্বল উদাহরণ।

দুলাল দীর্ঘ দেড় যুগ ধরে প্রবাসযাপন করলেও এক মুহূর্তের জন্যেও তিনি শেকড় থেকে বিচ্ছিন্ন হননি। বরং প্রবাস জীবনের নানা অনুষঙ্গ তাঁর নিজের কবিতাকে পক্ষান্তরে বাংলা কবিতাকে আরো সমৃদ্ধ করেছে। তাঁর মুক্তিযুদ্ধ বিষয়ক এবং বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা গ্রন্থগুলো প্রশংসার দাবি রাখে।

বিটিভির শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘দৃষ্টি ও সৃষ্টি’র উপস্থাপক ছিলেন। তাঁর লেখা বেশকিছু গান ও নাটক বিপুল জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন মিডিয়ায় প্রচারিত নাটকসমূহ সাযযাদ আমিনের কথা, জাকির, সাদিকের জীবন ও সাহিত্য, বৃক্ষ বন্দনা, মুহম্মদ আলির চিঠি, ভালোবাসি ভালোবাসি, ওডারল্যান্ড, শাখা ও শেকড়, বৈশাখী, জাদুকর ইত্যাদি। ‘ও ও বাংলাদেশ, বাংলাদেশ’, ‘এ দেশ আমার মায়ের আরেক নাম’, ‘ঐ পতাকায় তাকিয়ে দেখি আমার মায়ের শ্যামলা মুখ’...সহ বেশ ক’টি জনপ্রিয় গানের রচয়িতা। বর্তমানে তিনি কানাডায় ১৯৭১’ নিয়ে গবেষণা করছেন।

ছাত্রাবস্থায় দৈনিক ইত্তেফাকের মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতার জীবন শুরু। পরে দেশের বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন। ১৯৮০ সালে সরকারি চাকরিতে যোগদান। ১৯৯৬ সালে তৎকালীন সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠান। ২০০৫ সাল থেকে তিনি স্বপরিবারে কানাডায় অভিবাসী এবং দৈনিক ইত্তেফাকের বিশেষ সংবাদদাতা।

এ সম্পর্কিত আরও খবর