তানভীর মাহমুদ গাজীর একগুচ্ছ কবিতা

কবিতা, শিল্প-সাহিত্য

তানভীর মাহমুদ গাজী | 2023-09-01 20:42:17

বিষাদগীতি

একটি ব্যর্থ বিষণ্ণ কুকুর
একটানা সকরুণ গাইছে বিষাদগীতি
মাথায় হাত রেখে একদিন জিগ্যেস করো দুঃখ তার
সে আজন্ম চুপ হয়ে যাবে
পৃথিবী শান্ত হবে সেইদিন
ঘরে ঘরে চর্চিত হবে সাম্যবাদ
বিবাদ ভুলে সোভিয়েট ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র
সিগারেট ভাগ করে খাবে
তুমিও মুক্তি পাবে।

মৃত্যুসংবাদ

আমার মৃত্যুর খবর পাঁচকান হয়ে গেছে শহরে
চারিদিকে সহজ স্বাভাবিকতা
তবু বেদনা চোখে কার
আমার বেদনার কথা পাখিদের কাছে বলতে গেছিলাম
পাখায় ভর করে ওরা চলে গেছে দূরে
একটা দুখি হ্রদের ধারে শীতল বর্ষায়
রঙিন মাছেদের শোনাতে চেয়েছি বিষাদ
মৃতসন্তানের শোকে ওরা গেছে গভীরে
মাছেদের বলা হয়নি আমারও রক্তে মিশে আছে তোমাদের শীতলতা
ইউফ্রেটিসের জলে আমিও ঢেলেছি নীল কোনোকালে
যেখানে কালো মেঘ ঢেকে দিয়েছিল চোখ
প্রিয়তমা মেঘ, আমার মৃত্যুর খবর পেয়েছিলে জলে?

রিবার্থ

এমন দিনে নারকেল পাতার শোক চুঁয়ে জল
কিচিরমিচিরে একদল পাখি মাতলে ভাবো শরীরী টান
মাতন শোনো না তার ক্লেশ শোনো না কখনো
এমন আউলা সময় টপটপ বৃষ্টিতে মরা এক হাঁসপচা ঘ্রাণ
মিশে যেতে চায় তোমাদের নাগরিক বাতাসে
ফিরে ফিরে আসি এক ধারাবাহিক আমি এমন অবুঝ মাসে।

জ্বরে

আমি জানি না ওইটা কিসের শব্দ
ভাইসা আসে
সাইরেন টাইরেন হবে
মেঘ করে বাইরে
সব স্টিল হয়ে আসে
সবকিছু দিয়া কেমন ডিলিট ডিলিট লাগে
শয়তানের দেবতারে
যে লোক পূজা করে
তারও আশেপাশে ছাগল চরে আমি দেখছি
কাটামাথা লইয়া তার পিছে পিছে দৌড়ায়
আমার মুতের রঙ লাল
আমার চক্ষু ঘোলা
তবু কাটামাথার নিচ দিয়া যে রক্ত পড়িতেছে গড়ায়ে
তা আমার মুতের চেয়েও গাঢ়
আহ তবু কবিতা টবিতা বালছাল মানুষ টানুষ ভেবে
একদিন কত মাল খাব ভেবেছি
একদিন হলুদ হলুদ পুলিশগুলা নীল হইয়া গেল।

ভ্যারাইটিশোর রত্না

ভিআইপিতে দেইখা রত্না বোঝে নাই আমার হাল
চোখে যখন তাকাইছিল
সেইখানে ছিল প্রেম
কামনা
আর শরীরে ছিল ঘাম
সে তো সাইলেশিয়ার রোগী ছিল না
ঘামে তাই ফুলের ঘ্রাণ
আমারে দেইখাই নিচে নাইমা আসছিল
চেয়ারের হাতলের ওপরে দুই হাঁটু দিয়া
জড়াইয়া ধরছিল বুকে
কেমন সুখসুখ ঠান্ডা সেই বুকে
দুনিয়ার সব শান্তি
ঘুম দিতে মন চাইতেছিল
চুলে বেলীফুল বেলীফুল
বেলিড্যান্স ভালো পারে না
তবু ভালো লাগে
তাঁর ঘামে শরীর ভিজা যায়
মন ভিজা যায়
রোজ তাঁর ঘামে ভিজতে ইচ্ছা করে
ভ্যারাইটিশোর রত্না আমারে ভুইলা গেছে।

এ সম্পর্কিত আরও খবর