নুসরাতনামা

কবিতা, শিল্প-সাহিত্য

হোসাইন কবির | 2023-08-31 17:58:18

‘জীবিতকে মৃতের মাঝে খোঁজা কেন’!

সকল মৃত্যু সে তো এক নয়
কোনো কোনো মৃত্যু জীবনেরই উজ্জ্বলতম স্বাক্ষর

সবটুকু লালে কিংবা সবটুকু সাদায় আজ শোকের ছায়া,
শোক হোক শক্তির প্রতীক– সোচ্চার উচ্চারণে।

সকল মৃত্যু সে তো এক নয়
কোনো কোনো মৃত্যু জীবনেরই উজ্জ্বলতম স্বাক্ষর
লড়াইয়ের প্রতিবাদের অনির্বাণ শিখা
আকাশে বাতাসে শত সহস্র কণ্ঠের উচ্চারণ

‘জীবিতকে মৃতের মাঝে খোঁজা কেন’!
কোনো কোনো মৃত্যু লক্ষ কোটি প্রাণে
জীবনের কথা বলে
সত্য ও ন্যায়ের কথা বলে
তাইতো বলি –
নুসরাত পোড়েনি! মরেওনি!
দাউদাউ অগ্নিশিখায়
পুড়ছি
পোড়াচ্ছি
পুড়ছে– প্রিয় স্বদেশ বাংলাদেশ

কবি: অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এ সম্পর্কিত আরও খবর