দাগ লাগা লোহা আর বর্ণময়স্রোত

কবিতা, শিল্প-সাহিত্য

হাবীবুল্লাহ সিরাজী | 2023-08-25 10:48:11

তুলনামূলক সন্ধি

সামান্য ঠেলেঠুলে
কিংবা একটু কাৎ ক’রে
রাতকে গর্তের মুখে নামিয়ে দিলে
অথবা গুহার ঘাড়টি সোজা রেখে
অন্ধকারে চুবিয়ে নিলে
ভূগোল বই খুলতে পারতাম।
বরফপাতের দৃশ্যটি এখনো অমুদ্রিত...

হৈচৈ ক’রতে-ক’রতে ভূমিকম্প বেরিয়ে প’ড়লো
যতোটা স্পর্শ করা যায়
একটু টেনে
বা কাঠ-খড় দিয়ে কিছুটা হ’লেও আগলিয়ে
যদি বুঝ দেয়া যেতো
রাঙা প্রভাত এবং গরম ভাত
তখন ইতিহাস কেউ না কেউ লিখতো।
রাস্তায় যেমন জ্যাম
আলেকজান্ডার ফিরি ক’রছে পিস্তা-বাদাম...

তারো বাইরে
নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে
চরিত্র নিয়ে এক প্যারাগ্রাফ এগুতে গেলে
সেটিও ভার্চুয়্যাল
তবে কি কেবল দশ আঙুলের বাইরে
গোলমরিচের মতো এক পশলা ঝাল?

এই ঢোল, পক্ষী-ওড়া হাফভাটি বেলা
আগাম চরকিতে মারে ঘরামির ঠেলা
ঢাকনা খসা ঢ-এ পড়ে লেংটা ছ্যামড়ার ঢিল
যা লো বান্দি, পাথালি ত’ তেগাইত্যার বিল।

সে রত্তন তুমি লক্ষণ কাজীর পুতেই রাইত
খোঁয়াড়ের খোলা খোপে উজাইন্যা ডাকাইত
মিরিচিরি চিরিমিরি মোকামে বহর
আলাওলে পাগড়ি ফিন্দা আউলায় নয়া গোর।

আলিমে তালিম মেলে ঢ্যামনা মেলে ঢালে
চোদ্দ গুষ্টি কুইদা ওঠে পাটঠাকুরের ফালে
এ্যাদে, ঢোঁক থুইয়া কুন কপালে মারস লম্বা পাড়
কাড়া চাইলে বাইছা ফেলা লেপটান ভাতার।

করাত ও কলম

করাত ও কলম
হামলা কে দেবে, দাও —

নেবে যা, তা লাল
যা দেবে, তাযে কালো
দৃশ্যময় অনন্ত ঝাঁঝালো।

দাগ লাগা লোহা আর বর্ণময়স্রোত
মান্যতায় যদি কোনো ভুল
শুদ্ধধর্মে হোক তা তুমুল
দেনা ও পাওনার মাশুল—

করাতের দাঁতে ঝরা অর্ধশূন্য ধুল
কলমের মুখে ধন্য অর্ধপূর্ণ মূল
দু’তরফে কঠিন-কোমল
সৃষ্টির বল্লম।

করাত-কলম। 

এ সম্পর্কিত আরও খবর