আজাদী

কবিতা, শিল্প-সাহিত্য

শতাব্দী জাহিদ | 2023-08-31 21:32:31

কাশ্মীর, জানি তুমি ভয় পাও না! ভয় তো পুঁজির সমার্থক শব্দ।
ব্রহ্মাণ্ডের আবিষ্কারের পথে পথে তোমাদের প্রেমিকারা মেহেদীর রেখায় মাখে রুধির।
মায়েরা যত্নে, গোপনে, মায়ায় ফর্সা রোদে শুকায় আঁচল।
আঙুল না ধরে পাহাড়ে ওঠা শেখে সন্তান
গায়েবী মৃত্যুর প্রার্থনায় বাবাদের কুঁচকানো হাত।
মোদীরা এইসব ভয় পায়, ভীষণ ভয় পায়
ইতিহাসে, বর্তমানে।

এ সম্পর্কিত আরও খবর