লোক সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি রহমান হেনরী

, শিল্প-সাহিত্য

মেঘদূত ডেস্ক | 2023-08-29 18:56:33

লোক সাহিত্য পুরস্কার ২০১৮ পাচ্ছেন নব্বই দশকে আবির্ভূত কবি রহমান হেনরী। বাংলা কবিতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্বনামধন্য ছোটকাগজ ‘লোক’-এর পক্ষ থেকে তাঁকে আজ (১২ নভেম্বর) এই পুরস্কার দেওয়া হবে।

বিকাল ৫টায় শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘লোক’ আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট লেখক-সাহিত্যিকদের উপস্থিতিতে রহমান হেনরীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

বুদ্ধিজীবী সলিমুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ‘লোক’-এর সম্পাদক অনিকেত শামীম। বিশেষ অতিথি হিসেবে কথা বলবেন মুহম্মদ নূরুল হুদা, আসাদ মান্নান ও ফরিদ আহমদ দুলাল। শুভেচ্ছা বক্তব্য দেবেন আনন্দ মজুমদার, আহমেদ স্বপন মাহমুদ, চঞ্চল আশরাফ, মাহমুদ সেজান, জুনান নাশিত, সোহেল হাসান গালিব ও সঞ্জীব পুরোহিত।

সবশেষে রহমান হেনরীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের আর্থিক মূল্য ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও তাঁকে নিয়ে প্রকাশিত ‘লোক’-এর বিশেষ সংখ্যা। উল্লেখ্য, বাংলা ভাষা ও সাহিত্যের সৃজনশীল মাধ্যমে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর লোক সাহিত্য পুরস্কার দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর