আপনি আশ্চর্য উচ্ছ্বাস

কবিতা, শিল্প-সাহিত্য

মুম রহমান | 2023-08-27 17:47:48

আপনি জীবনানন্দ দাশ

১.
জীবনানন্দ দাশ
আপনি একটি কবিতার বই
আপনি একটি বাংলা কবিতার বই
আপনি একটি শ্রেষ্ঠ কবিতার বই
জীবনানন্দ দাশ
আমি আপনাকেই পড়ি জীবনভর।

২.
আপনি রোদ্দুর
আপনি শীতকাল
আপনি হেমন্ত
আপনি ধানকাটা দিন
আপনি নবান্ন
আপনি পিঠা উৎসব
আপনি প্রকৃতি
আপনি ধানসিঁড়ি
আপনি সুচেনতনা
আপনি সুরঞ্জনা
আপনি বনলতা সেন
আপনি শ্যামলিমা অপার
আপনি হাজার বছর
আপনি দোয়েল আর ফড়িংয়ের
আপনি শঙ্খচিল আর শালিখের
আপনি ভোরের কুয়াশার কাক
আপনি পল্লবের স্তূপ
আপনি বিপন্ন বিস্ময়
আপনি আশ্চর্য উচ্ছাস।

৩.
আপনি পথ হয়ে যান
আমি হাঁটতে থাকি অবিরাম
আপনি বিষণ্ণতা হয়ে ছেয়ে যান
আমি অন্ধকারে অচেনা পাখির গান।

৪.
থোকা থোকা বিষাদ ফুল হয়ে ফুটে আছেন
বাংলা কবিতার শরীর জুড়ে
শুদ্ধতম বলে কেউ
কেউ বলে নির্জনতম
তবু কেউ ছুঁতে পারে না আপনাকে
অশ্বথের, ঝাউয়ের, হিজলের, আম-কাঠালের মতো
আপনি এক বিষণ্ণ কবিতার গাছ
সুদুর চাঁদ সূর্য এসে আলো ফেলে
তাহাদের শরীর ভেদ করে
এ পৃথিবী একবার পায় আপনাকে
আর তো পায় না কেউ কখনোই আর।

পথ প্রদর্শক

হাত ধরুন
মুখোমুখি বসুন
তারপর অনন্ত নক্ষত্রবিথীর দিকে
আবার পথ দেখান।

জরুরি

প্রেমের মধ্যে জীবনানন্দ থাকা জরুরি
মৃত্যু ও জন্মের মধ্যে জীবনানন্দ থাকা জরুরি
নর নারীদের অবহেলা আর কামে জীবনানন্দ সবচেয়ে জরুরি
এইসব হেমন্ত আর কার্তিকের সকালে
জীবনানন্দ থাকা জরুরি
খুব জরুরি।

বিগত

কোথায় হারালো শৈশব
কোথায় হারায় কৈশোর
কোথায় হারায় যৌবন
আমাদের রুঢ় পৌঢ়কাল
আমাদের জীর্ণ বৃদ্ধকাল
বিগত সব বেদনা ও সুখ
কোথায় হারালো সেই সব
জীবনানন্দ কাব্য সমগ্রের ভেতর
শুকনো পাতার মতো চ্যাপ্টা হয়ে আছে
শুকনো হয়ে আছে
আমাদের দূরন্ত শৈশব, কৈশোর,
আমাদের উচ্ছল যৌবন
আর বিগত পৌঢ় ও বৃদ্ধকাল।
জীবনানন্দের কাব্যসমগ্রের মাঝে
লুকিয়ে আছে সকল বিগত সোনার পিত্তল মূর্তি আহা।

এ সম্পর্কিত আরও খবর