নকশা করি চকমিলান দালানের

কবিতা, শিল্প-সাহিত্য

মঈনুস সুলতান | 2023-09-01 10:49:27

চাঁদ-সরোজে বাড়ে অব্যক্ত কথার মনস্তাপ

একটি বিষয় তোমাকে হয়নি বলা—
ঘানার বাজার থেকে কেনা যে মুখোশগুলো ঝুলিয়েছি দেয়ালে
তাদের অক্ষিগোলকে রাত নিশীথে জমে ওঠে জল
যখন গুলবাগিচা হয় নিষ্ফলা
তাকিয়ে থাকে তারা কী যেন এক খেয়ালে...

তিবলিসির পুরানো বইয়ের দোকান থেকে কেনা
প্রকাণ্ড সে আকর কেতাবটি থেকে বেরিয়ে আসে চিত্ররাজি
কিছু ফিগারিন নৃত্য করে ফ্লোরে—ঢিমে তালে দেয় ডিগবাজি
ক্লদ মোনের পুকুরটি কাচের টেবিল-টপে ফুটায় গোলাপি শালুক
কাউচে কম্বল টেনে মুড়ি দেয় আলাস্কার তুলতুলে গ্রিজলি ভালুক...

ক্রুসেডী জামানার একটি কেল্লা ফায়ারপ্লেসের শিথানে উঠে বসে
যেন শোপিস এক অবিকল
আঙিনায় ফুটে ওঠে পূর্ণিমার মন্ত্রমুগ্ধ ছল
ঔক বৃক্ষরাজির খোড়লগুলোর কার্নিশে বসে
নয়টি কাঠঠোকরা মশগুল হয়ে জোৎস্না দেখে
জাদুবলে যেন থেমে গেছে তাদের ঠুকঠুকানো সংলাপ
এ বিষয়টিও বলা হয়নি তোমাকে
তাই চাঁদ-সরোজে বাড়ে অব্যক্ত কথার মনস্তাপ।


চকমিলান দালানের পরিকল্পনা

জড়ো করি ইট-সুরকি—মোজেকের পাথর ও কড়িকাঠ
নকশা করি চকমিলান দালানের—নিজস্ব রাজ্যপাট
জোগাড় করি চারা—অজানা প্রজাতির উদ্ভিদ
আঙিনায় শাপলা পুকুর ঘিরে সবুজ দূর্বাদল
কাচ-কুটিরের পরিকল্পনায় বিরল হয় নিদ
গৃহের তামান্না—চন্দ্রকলার বৃদ্ধিতে হয় প্রবল;
সময়মতো হয় না বানানো ইমারত
জড়ো করেছি যা তাতে জমে শ্যাওলার আস্তরণ
গড়িমসি নয়—নিই এবার কাজের শপথ
পাব কি মেয়াদ বসবাসের
জোগাড়যন্ত্রের এখনো বাকি আছে ঢের
মনসায়রে ওঠে দোলাচলের পবন।


গ্রহান্তরের আগন্তুক

চিমোয়োর কাছাকাছি প্যাগোডার আকৃতিতে সৃষ্ট রক ফর্মেশনে
ভোররাতে উটপাখির ভাসমান ডিম থেকে নামে গ্রহান্তরের আগন্তুক
কাচের আঙরাখায় শরীর মুড়ে বাতাস বাঁচিয়ে হাঁটে সে সাবধানে
তুমুল তৃষ্ণায় পান করে না দ্রাক্ষার বর্ণালি নির্যাস—বস্তুত নীলিমা ভুক
গোধূলিমদির রোদচশমায় চোখ ঢেকে বেরোয় সে কখনো পরিক্রমায়
দারুণ ক্ষুদায় খুঁজে নীহারিকা—স্পর্শ করে না গমের স্বর্ণালী তন্দুল
তার দ্বীর্ঘশ্বাসে কাঁপে পত্রালি—বৃক্ষরাজি জীবাষ্ম হতে হতে কাতরায়
হাসলে—আফ্রিকার উইভার পাখির মতো দুলে তার বুনন করা চুল
অশরীরী চলাচলে চমকে জোড়া খরগোশ উঠে পড়ে ডুমুরের শাখায়
সবুজের গন্ধ মেখে ফুল পেড়ে মগ ডালে চড়ে তারা দিগন্তে দেয় উঁকি
আদিবাসি জুনি গোত্রের দুহিতার সাথে বাস করে সে দেবদূত পরিখায়
যা ছিল বিস্ময়, খুলে রহস্য কুঠুরি,তাদের সংসারে আসে ফুটফুটে খুকি।

এ সম্পর্কিত আরও খবর