রাবি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-18 09:58:53

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মর্তুজা নুরের বিরুদ্ধে থানায় দায়ের করা অভিযোগ প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘এখন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর দমন-নিপীড়ন চালানোর জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে। মর্তুজা নুরের সংবাদে কোন মিথ্যা তথ্য, সাংবাদিকের মতামত কিংবা ব্যক্তিবিদ্বেষ ছিল না। খোলা চোখে দেখলেই বোঝা যায়, ওই শিক্ষিকার জিডি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। কেউ যখন অন্যায়, অপরাধ করেন তখন তারা সেটিকে মানহানি বলে মনে করেন না। কিন্তু সংবাদে প্রকাশ হলেই তারা সেটিকে মানহানির অপরাধ বলেন।’

তারা আরো বলেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। মর্তুজা নুরের সংবাদে এই বিষয়টিই উঠে এসেছে। কিন্তু তিনি বিষয়টি ভালভাবে নিতে না পেরে সাংবাদিকের বিরুদ্ধেই উঠে-পড়ে লেগেছেন।

মানববন্ধনে সাংবাদিকেরা ওই শিক্ষিকার অভিযোগ প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। একইসঙ্গে তারা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহানের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।

রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি খুর্শিদ রাজিবের সঞ্চালনায় মানববন্ধনে প্রায় ৩০ জন ক্যাম্পাসের কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে সংবাদ প্রকাশের জেরে গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মর্তুজা নুরের বিরুদ্ধে মতিহার থানায় লিখিত অভিযোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক রুনা লায়লা। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ার পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে।

এ সম্পর্কিত আরও খবর