মায়ের কোলে চড়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাস

, ক্যাম্পাস

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 16:24:32

মায়ের কোলে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন শারীরিক প্রতিবন্ধী হৃদয় সরকার। পরীক্ষায় অংশগ্রহণ করতে আসার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে প্রশংসার জোয়ারে ভেসেছিলেন হৃদয় ও তার মা। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হলে দেখা যায়, হৃদয় ‘খ’ ইউনিটে ৩৭৪০তম হয়েছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ামনুযায়ী কোটার সুবিধা পেতে হলে মেধায় পাশ করতে হয়। আর তাই আশা করা যাচ্ছে, হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অথবা সামাজিক বিজ্ঞান অনুষদের কোন একটি বিষয়ে পড়ার সুযোগ পাবেন। এতে তার মায়ের পরিশ্রম সফল ও স্বপ্ন পূরণ হবে। 

খোঁজ নিয়ে জানা যায়, হৃদয়ের বাড়ি নেত্রকোনায়। তিনি হাঁটতে পারেন না। এছাড়া তার হাতের সব আঙ্গুলও কাজ করেনা। কলেজে পড়াকালীন প্রতিদিন তার মা তাকে ৪তলার শ্রেণীকক্ষে পৌঁছে দিতেন আবার নিয়ে আসতেন। মায়ের জোরেই সে এই পর্যন্ত এসেছে। হৃদয় ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ পেয়েছেন। গত শুক্রবার (২১ সেপ্টেম্বর) হৃদয় মায়ের কোলে চড়ে এসে ভর্তি পরীক্ষায় অংশ নেন। 

এ সম্পর্কিত আরও খবর