ফের তালা ভেঙে হলে অবস্থান জাবি শিক্ষার্থীদের

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 21:47:12

আবারও তালা ভেঙে হলের ভিতর অবস্থান নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর একটায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রবেশ করে ছাত্রীরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে মিছিল বের করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলটি মেয়েদের হলগুলো অতিক্রম করে বঙ্গমাতা হলের সামনে এসে শেষ হয়।

দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, 'বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রায় ৪০জন শিক্ষার্থী অবস্থান নিয়েছে। এরপর আমরা মিছিল নিয়ে ফজিলাতুন্নেছা হলে যাবো। এই দুই হলেই ছাত্রীরা অবস্থান করবে।'

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু আামাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ সেকারনে আমরা আর হল ত্যাগ করছি না।

এর আগে সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ ছেড়ে দিতে শিক্ষার্থীদের আহ্বান করেন সংশ্লিষ্ট হল প্রশাসন। তবে হল প্রশাসনের এমন আহ্বানে সাড়া না দিয়ে হলেই অবস্থান করার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এছাড়া যেসব হলে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন না এমন অন্তত দুটো হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করছি।'

হল ছাড়ার নির্দেশের পর শিক্ষার্থীদের এমন সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নিবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, 'আমরা বিষয়টি নিয়ে ভাবছি, সবকিছু অবজার্ভ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবকিছু অবহিত আছে।’

এ সম্পর্কিত আরও খবর