প্রখ্যাত ইতিহাসবিদ ড. মুঈনুদ্দীন আহমদ খানের ইন্তেকাল

, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 23:26:49

ফারায়েজি আন্দোলনের ইতিহাসকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এর অধ্যাপক ও প্রতিষ্ঠাতা বিভাগীয় সভাপতি, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাক্তন ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট পণ্ডিত প্রফেসর ড. মুঈনুদ্দীন আহমদ খান বার্ধক্যজনিত কারণে রোববার (২৮ মার্চ) সকাল ৯ টা ৩০ মিনিটে চট্টগ্রাম শহরস্থ রুমঘাটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স ছিল শতবর্ষের কাছাকাছি।

প্রফেসর ড. মুঈনুদ্দীন আহমদ খান ইসলামিক ফাউন্ডেশনের প্রথম ডিজি ছিলেন। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন ঐতিহ্যবাহী চুনতি গ্রামের ডেপুটি বাড়ির কৃতি সন্তান। মরহুমের ইন্তেকালে চট্টগ্রামে শোকের ছাযা নেমে এসেছে। তিনি আজীবন জ্ঞানচর্চা ও ইতিহাস অন্বেষক হিসেবে তৎপর ছিলেন এবং বহু শিক্ষার্থীর শিক্ষক ছিলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর