জাবি’র ‘এ’ ও ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 02:41:05

২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘এইচ' ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনসূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৪৩৫টি আসনের বিপরীতে এই বছর ৬২ হাজার ২১৫ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন। ‘এ’ ইউনিটে ২৩৮টি ছেলে ও ১৯৭টি মেয়ে মোট ৪৩৫টি আসনের বিপরীতে দশগুণ শিক্ষার্থীর নাম প্রকাশ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে ‘এইচ’ ইউনিটে ২৮টি করে ছেলে-মেয়ের মোট ৫৬টি আসনের দশগুণ প্রার্থীর নাম উল্লেখ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ju-admission.org এ ফলাফল পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ডেও ফলাফল পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও খবর