গ্র্যাজুয়েটদের উচ্ছ্বাস

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 22:35:57

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন শনিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

সকাল থেকেই সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। চিরাচরিত কালো গাউন আর মাথায় সমাবর্তন ক্যাপ পরে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন কেন্দ্রীয় খেলার মাঠে। 

আর সেই ছবি গুলো থেকে কত গুলো মজার ছবি সংগ্রহ করেছেন  এ, কে, জেড, আলম শিমুল নামের একজন ঢাকা ইউনিভার্সিটির আইন অনুষদ এর শিক্ষার্থী ।

পাঠকদের জন্য সেই ছবি গুলো তুলে ধরা হলো:

শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনটিতে শিক্ষা সমাপনীর সনদ ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পদক বিতরণ করা হয়। শিক্ষা জীবন সমাপ্তির আনুষ্ঠানিক স্বীকৃতির এই দিনটিতে তাই গত কয়েকদিন জুড়েই ঢাবি ক্যাম্পাসে সাজ সাজ রব।

বন্ধু-বান্ধবদের সঙ্গে হৈ হুল্লোড় আর ছবি তোলার হিড়িক চলছে ক্যাম্পাসে জুড়ে। তাদের মধ্যে বাঁধনহারা উচ্ছ্বাস দেখা গিয়েছে।

ছেড়ে যাওয়ার আগে ক্যাম্পাসটাকে নানাভাবে ক্যামেরাবন্দি করছেন গ্র্যাজুয়েটরা।

 

এ সম্পর্কিত আরও খবর