চবির শাটল ট্রেনের নতুন সময়সূচি ঘোষণা

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 19:34:11

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসন্ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান (স্নাতক) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে শাটল ট্রেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ভর্তি পরীক্ষা।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ নিয়াজ মোরশেদ রিপন বার্তা২৪.কমকে বলেন, প্রতিবছরের ন্যায় এবারের বিশ্ববিদ্যালয়ের দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থে  শাটল ট্রেনের নতুন সূচি দেওয়া হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী বটতলী স্টেশন থেকে সকাল ৬ টা , সাড়ে ৬ টা, ৮ টা ৪৫, ১১ টা ৪০, দুপুর ১২ টা, বিকেল ৩ টা, ৪ ও রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয় উদ্দেশ্য ছেড়ে যাবে। বিশ্ববিদ্যালয় থেকে সকাল ৭ টা, ৭ টা ৩৫, ৯ টা ২০, ১০ টা, দুপুর ১ টা, দেড়টা, বিকেল ৫ টা, সাড়ে ৫ টা, সাড়ে ৯ টায় বটতলী স্টেশনের উদ্দেশ্য ছেড়ে দিবে।

এছাড়াও সকাল ৯ টা ১৫, দুপুর ১ টা ৫০ বটতলী থেকে বিশ্ববিদ্যালয়ে এবং সকাল সাড়ে ১০ টা ও দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয় থেকে বটতলীর উদ্দেশ্য ডেমু ট্রেন ছেড়ে যাবে।

এ সম্পর্কিত আরও খবর