পুনরায় ঢাবি ‘ঘ’ ইউনিটে পরীক্ষার দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

বিবিধ, ক্যাম্পাস

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 04:04:17

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিসহ চার দফার দাবিতে মৌন পদযাত্রা ও উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের  সামন থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত এ পদযাত্রা করে ছাত্রলীগ।

পরে বিশ্বদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য ড. আাখতারুজ্জমানের সামনে স্বারকলিপি পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ ও প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী।

এ সময় ছাত্রলীগের চার দফা দাবি উত্থাপন করেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। দাবিগুলো হলো- পুনরায় 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া ও সেটা সম্ভব না হলে শুধু উত্তীর্ণদের নিয়ে বিশেষ পরীক্ষা নেওয়া, প্রশ্নফাঁসে জিরো টলারেন্স, জালিয়াতদের ছাত্রত্ব বাতিল করা ও শাস্তি দেওয়া এবং ভর্তি পরীক্ষা পদ্ধতির সংস্কার ও আধুনিকায়ন করা।

ছাত্রলীগের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য ড.আখতারুজ্জমান বলেন, 'আজ (মঙ্গলবার) দুপুরে ডিন কিমিটির সভা আছে। যেহেতু ডিনরা একাডেমিক কার্যক্রমের প্রধান, তাই তারাই সিদ্ধান্ত নেবেন কী করা উচিত আর কী করা উচিত নয়। আর অধিকতর তদন্তে যে কমিটি গঠন করা হয়েছে, তাদের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, 'সিআইডি ও তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে।'

উপাচার্যের বক্তব্যের পরে সাংবাদিকদের উদ্দেশে সাদ্দাম হোসেন বলেন, 'আশা করি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন।'

এ সম্পর্কিত আরও খবর