সাদার্ন ইউনিভার্সিটির মেলায় ভর্তিতে বিশেষ ছাড়

, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 13:18:15

সকাল থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পদাচারণায় মুখরিত হয়ে উঠে ইউনিভার্সিটি ক্যাম্পাস ।কেউ কেউ ঘুরে ঘুরে দেখে নিচ্ছেন এক নজরে পুরো বিশ্ববিদ্যালয়। প্রতিটি শিক্ষার্থীদের চোখে আগামীর স্বপ্ন।

আর এ স্বপ্ন পূরণে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে সাদার্ন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল সেমিস্টার-২০২১ এর দুই দিনব্যাপী ভর্তি মেলা। বুধবার বিকাল পর্যন্ত চলবে এ মেলা।

মেলা উপলক্ষে ভর্তিতে বিশেষ ছাড় দিচ্ছে ইউনিভার্সিটি কতৃর্পক্ষ। একই সাথে থাকছে নতুনদের জন্য ক্যাম্পাসে প্রথম দিনটি স্মরণীয় করে রাখতে বিভিন্ন খেলাধুলাসহ সাবেক কৃতি শিক্ষার্থীদের সাথে আড্ডা দেওয়ার সুযোগ।

মঙ্গলবার সকাল ১০টায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে ভর্তি মেলার উদ্বোবন করেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কলা, সামাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো আবুল মনসুর চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইসরাত জাহান এবং বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক ও কর্মকতার্বৃন্দ।

শুধুমাত্র মেলা উপলক্ষে নতুনদের জন্য ৩০ শতাংশ এবং পুরাতন শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা। শর্ত সাপেক্ষে টিউশন ফি'তে ১০০ শতানশ পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে ইউনিভার্সিটি কতৃর্পক্ষ। এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান, একই পরিবারের দুইজন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানাবিধ সুযোগ সুবিধা। প্রাকৃতিক পরিবেশে নয়নাভিরাম সুবিশাল স্থায়ী ক্যাম্পাসে সাধ্যের মধ্যে বিশ্বমানের শিক্ষা। করোনাকালীন পরিস্থিতিতে শুরু থেকে শতভাগ সাফল্যের সাথে অনলাইনে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে সাদার্ন ইউনিভার্সিটি।

বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস যোগাযোগ করতে বলা হয়েছে। সরাসরি ফোনে যোগাযগ করা যাবে ০১৭১১৩৯৫৯৭৭, ০১৭৬১৪৯৭৬৮৫, ০১৯১১৮৮২৭৬৪, ০৩১৬২৬৭৪৪, ০৩১২৮৫১৩৩৬৯ নম্বরে। এছাড়াও ইউনিভার্সিটির ওয়েব সাইট www.southern.edu.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে।

এ সম্পর্কিত আরও খবর