চবিতে 'বঙ্গবন্ধু ও নজরুল' শীর্ষক সেমিনার রোববার

, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 09:43:25

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালার অংশ হিসেবে রোববার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে 'বঙ্গবন্ধু ও নজরুল' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মহীবুল আজিজে সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি চবি উপ-উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দে ও আলোচক থাকবেন চবি বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সকাল ১১টায় চবি উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. আনোয়ার সাঈদ।

এ সম্পর্কিত আরও খবর