'নজরুল বাঙালির পরিশ্রুত প্রতিকৃতি, বঙ্গবন্ধু বাঙালির পরিপূর্ণ অবয়ব'

, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 08:24:55

বিশিষ্ট কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা 'জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলার বাস্তব স্রষ্টা' উল্লেখ করে বলেছেন, 'নজরুল বিবর্তিত বাঙালির পরিশ্রুত প্রতিকৃতি এবং বঙ্গবন্ধু বাঙালির পরিপূর্ণ অবয়ব।'

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নজরুল গবেষণা কেন্দ্র আয়োজিত ‘নজরুল ও বঙ্গবন্ধু' শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধে তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধু ও নজরুল উভয়ের সাংস্কৃতিক পাটাতন বাংলার লোকমানস ও লৌকিক আচার-আচরণ থেকে উদ্ভূত। নজরুল বাঙালির বিদ্রোহী আত্মার রূপকার আর বঙ্গবন্ধু সেই বিদ্রোহের প্রত্যক্ষ প্রতিকৃতি।'

বিশিষ্ট শিক্ষাবিদ, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজের সভাপতিত্বে সেমিনারে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার প্রধান অতিথি এবং চবি উপ-উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তব্য রাখেন চবি বঙ্গবন্ধু চেয়ার, ইতিহাসবিদ প্রফেসর ড. মুনতাসির মামুন ও চবি রেজিস্টার প্রফেসর এসএম মনিরুল হাসান। স্বাগত বক্তব্য দেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. আনোয়ার সাঈদ।

সেমিনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর