ঢাবি’র নিয়মিত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি, করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 05:32:53

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের নামের হলভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৩১অক্টোবর) দুপুর ১২টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।

এতে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থীর তথ্য রয়েছে। এর মধ্যে ২৩ হাজার ৯৮৪ জন ছেলে ও ১৪ হাজার ৫০৯ জন মেয়ে।

প্রতিটি হলের অফিসে এ তালিকা সংরক্ষিত আছে। যেকোন ধরণের সংশোধনী, সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিজ নিজ হল অফিসে লিখিতভাবে জানাতে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, 'প্রথম বারের মতো বিশ্ববিদ্যালয়ের হল ভিত্তিক নিয়মিত শিক্ষার্থীদের নামের খসড়া তালিকা প্রকাশ করলাম। তাই এতে অনেক ভুল থাকতে পারে। আর এটাকে ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা বলা কঠিন হবে। এর মাধ্যমে হল অফিস, বিভাগীয় অফিস ও শিক্ষার্থীরা নিজেরাও তাদের বিভিন্ন তথ্য সহজে খোঁজে পাবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ডাকসু নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে। এখন শুধু নিয়মিত শিক্ষার্থীদের খসড়া তালিকা তৈরি করেছি। তবে ডাকসুর জন্য ভোটার তালিকা ডাকসুর সংবিধান অনুযায়ী হবে।’

‘ডাকসু সংবিধান সর্বশেষ ১৯৯৮ সালে সংশোধিত হয়েছিল।আমরা সেই অনুযায়ী ডাকসু নির্বাচন করব। প্রয়োজন হলে তা সংশোধন করা হবে।’

ডাকসু নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে উপাচার্য বলেন, 'ধাপে ধাপে এগোচ্ছি। এ নিয়ে এখন কোনো বাড়তি কথা বলার সুযোগ নেই। কারণ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।'

তালিকা উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য ( শিক্ষা) ড. নাসরীন আহমাদ ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।

এ সম্পর্কিত আরও খবর