সশরীরে ক্যাম্পাস খোলার দিন জাবিতে ৩ মানববন্ধন

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-31 03:28:04

দীর্ঘ ১৯ মাস পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে ক্লাস ও পরীক্ষা আজ (২১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এদিন ক্যাম্পাসে তিনটি মানববন্ধন করার ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, বাংলা বিভাগ ও ৪৯তম ব্যাচের শিক্ষার্থীরা।

জানা যায়, দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তৎপরতা ও নৃশংসতার বিরুদ্ধে মানববন্ধন করবে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। একই দাবিতে মানববন্ধন করবে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। এছাড়া ৪৯তম ব্যাচের শিক্ষার্থীরা হলে ওঠার অনুমতি দেওয়ার দাবিতে মানববন্ধন করবে বলে জানা গেছে।

পাশাপাশি কাল থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সপ্তাহে পাঁচ দিন সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল খুলে দেয় কর্তৃপক্ষ।

এদিকে, আজ থেকে বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগের পরীক্ষা ইতিমধ্যে অনলাইনে শুরু হয়েছে, সেসব পরীক্ষা সশরীরে উপস্থিতির মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে যাওয়ার পর ইতিমধ্যে শুরু হওয়া পরীক্ষাগুলো দুর্যোগকালীন পরীক্ষা অধ্যাদেশ ২০২১ (এক্সামিনেশন অর্ডিন্যান্স ডিউরিং ডিজাস্টার-২০২১) এর কাঠামোতেই অনলাইন মাধ্যমের পরিবর্তে সশরীর উপস্থিতির মাধ্যমে সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে যেসব বিভাগ পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রশ্নপত্র প্রণয়নের জন্য পরীক্ষকদের অনুরোধ করার কথা জানাবে, সেসব পরীক্ষা দুর্যোগকালীন পরীক্ষা অধ্যাদেশ অনুযায়ী সম্পন্ন করতে হবে। সে ক্ষেত্রে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রশ্নকর্তাদের প্রশ্ন পাঠানোর অনুরোধ করার দিন থেকে ৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষা শুরু করতে হবে।

এ ছাড়া ৩০ নভেম্বরের পর যেসব পরীক্ষার কার্যক্রম শুরু হবে, সেসব পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আগের নিয়মেই অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর