খালেদার মুক্তির দাবিতে ঢাবি সাদা দলের অবস্থান ধর্মঘট

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 00:09:50

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

রোববার (০৪ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ অবস্থান ধর্মঘট পালন করেন সাদা দলের শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, '২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়েছিল। আবার সেই মানুষগুলোকেই আজ শোকরানা মাহফিলের জন্য আনা হয়েছে। সরকার নির্বাচনী প্রচারণার জন্য এই মানুষগুলোকে নিয়ে এসেছে।

তিনি বলেন, ‘জেডিসি ও জেএসসি পরীক্ষা বন্ধ করে কোমলমতি শিক্ষার্থীদের চাপে ফেলানো হচ্ছে। সরকার মিথ্যা মামলায় প্রহসনের রায় দিয়ে খালেদ জিয়াকে বন্দি রেখেছে, সাজা বৃদ্ধি করেছে।'

তিনি আরও বলেন, 'খালেদা জিয়ার মুক্তি ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে ও সংসদ বহাল রেখে ২০১৪ সালের মতো নির্বাচন এ দেশে হবে না।’

সাদা দলের যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান বলেন, ‘আশা করি, সরকার সংকট সমাধানে আরও আন্তরিক হবে এবং ঐক্যজোটের সাত দফার প্রতি দৃষ্টি দেবে। যদি তা না হয় তবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে চরম আন্দোলন গড়ে তোলা হবে।'

সাবেক আহ্বায়ক অধ্যাপক আকতার হোসেন বলেন, 'বার বার স্বৈরাচারীদের এদেশের মানুষের কাছে মাথা নত করতে হয়েছে। এই স্বৈরাচারী সরকারেরও পতন ঘটবে। তাই অত্যাচার-নির্যাতন বন্ধ করুন, গায়েবি মামলা বন্ধ করুন নতুবা রাজপতেই এর ফয়সালা হবে।'

এ সময় আরও উপস্থিত ছিলেন সাদা দল বিজ্ঞান অনুষদের আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান, সাবেক আহ্বায়ক মুজাদ্দেদ আলফে সানী, সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান,পালি ও বুদ্ধিস্ট বিভাগের অধ্যাপক সুকুমার বড়ুয়া ও দীলিপ কুমার বড়ুয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর