চবিতে বাংলাদেশ-ভারত 'ওয়াটার ডিপ্লোমেসি' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 04:35:21

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগে বাংলাদেশ-ভারত 'ওয়াটার ডিপ্লোমেসি' শীর্ষক এক সেমিনার রোববার (১৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। গবেষক আবেদা সায়মা তার এমফিল গবেষণা কার্যক্রমের ভিত্তিতে সেমিনার প্রবন্ধ উপস্থাপন করেন। 

সেমিনারে বক্তব্য রাখেন গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ভূঁইয়া মো. মনোয়ার কবীর, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, প্রফেসর ড. রাশেদা খানম, প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, প্রফেসর ড. আনোয়ারা বেগম, প্রফেসর ড. মাহফুজ পারভেজ, প্রফেসর ড. সফিকুল ইসলাম, ড. আনোয়ার হোসেন মিজি প্রমুখ।

বক্তাগণ পানি সমস্যা সমাধানে ও বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

এ সম্পর্কিত আরও খবর