কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার এ, বি ও সি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের ওয়েবসাইটে ফল প্রকাশ হয়।
এদিকে রোববার দুপুর ১২টায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেনিতে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় কমিটির ১৩তম সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় কুবির স্নাতক ১ম বর্ষে বিভিন্ন ইউনিটে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মেধাতালিকা অনুমোদন করা হয়।
এই মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ওয়েবসাইটের নোটিশে দেয়া শিফট অনুযায়ী আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে।