বাকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিবিধ, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 20:22:55

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর মেধা তলিকায় মোট শিক্ষার্থী ১২৩০ জনের মধ্য ছেলে ৭১৭ জন এবং মেয়ে ৫১৩ জন। অপেক্ষমান তালিকায় রয়েছে আরো ১২২৯ জন। মেধা তালিকায় সর্ব্বোচ্চ স্কোর ১৮৬.২৫ (লিখিত ৮৬.২৫) এবং মেধা তালিকায় সর্বানিম্ন স্কোর ১৫১.২৫ (লিখিত ৫১.৭৫)।

তিনি আরও জানান, মেধা ও অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের ১৪ থেকে ২৩ নভেম্বর ওয়েবসাইটে অনুষদ ভিত্তিক অপশন ও তথ্য প্রদান এবং ফরমসমূহ ডাউনলোড শুরু হবে। ১৮ নভেম্বর বিভিন্ন কোটায় নির্বাচিত প্রার্থীদের সকাল ১০টা হতে দুপুর ২ টায় প্রয়োজনীয় মূল সনদপত্রসহ স্ব-শরীরে হাজির হয়ে তথ্য প্রদান করতে হবে। মেধা তালিকাভুক্ত প্রার্থীদের অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে ২৫ নভেম্বর।

এছাড়াও ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য     ওয়েব সাইটে পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও খবর