এবার সীমিত পরিসরে ঢাবিতে সরস্বতী পূজা

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 17:24:14

মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপ বাড়ার কারণে এবার সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আগামী শনিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সরস্বতী পূজা উদযাপন করা হবে। বিষয়টি বার্তা২৪.কম কে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও পূজা কমিটির সভাপতি অধ্যাপক ড. মিহির লাল সাহা।

অধ্যাপক সাহা বলেন, শুধুমাত্র উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে একটি মাত্র কেন্দ্রীয় পূজা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় পূজার সিদ্ধান্তে হল প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীরাও একমত পোষণ করেছেন। পূজা মণ্ডপে প্রবেশে কোনো বিধিনিষেধ না থাকলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশের অনুরোধ জানান তিনি।

মহামারীর আগে বিশ্ববিদ্যালয়টির জগন্নাথ হলের খেলার মাঠে বিভাগ, ইনস্টিটিউট ভিত্তিক পৃথক পৃথক পূজামণ্ডপ তৈরি করা হতো। যেখানে অন্যান্য বছর ৮০টির মতো মণ্ডপ থাকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল খেলার মাঠে সেখানে একটি মাত্র মণ্ডপ দিয়েই পূজা উদযাপন করতে হচ্ছে মহামারি করোনার কারণে।

পুরনো আমেজে আগামী বছর পূজা উদযাপন করতে পারবেন, বলে আশা প্রকাশ করেন অধ্যাপক মিহির লাল সাহা।

এ সম্পর্কিত আরও খবর