চবি রাজনীতি বিজ্ঞানের ওরিয়েন্টেশন

, ক্যাম্পাস

চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 17:57:31

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহী রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসএস (সম্মান) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়।

চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির, প্রফেসর ড. আনোয়ারা বেগম, প্রফেসর ড. মাহফুজ পারভেজ, প্রফেসর ড. মো. এনায়েতউল্ল্যাহ পাটোয়ারী, প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, ড. জহিরুল কাইয়ুম, ড. আনোয়ার হোসেন মিজি, আলম চৌধুরী, এজিএম নিয়াজউদ্দিন, আক্কাস আহমদ, মো. বখতেয়ার উদ্দিন, মো. সেলিমুল হক, মুহাম্মাদ ইসহাক, উম্মে হাবিবা, তাসলিমা আখতার, ড. হাসিনা আফরোজ শান্তা, শারমিলা কবির সীমা।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে ফুলেল শুভেচ্ছায় নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর