ববি’তে প্রতিটি আসনের বিপরীতে লড়বে  ২০ শিক্ষার্থী 

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 02:23:20

বরিশাল  বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ও ২৪ নভেম্বর।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে ২৪ টি বিভাগ রয়েছে। সেখানে আসন সংখ্যা একহাজার চারশ ৪০টি। এই আসনগুলোর বিপরীতে ২৮ হাজার চারশ দুইজন শিক্ষার্থী আবেদন করেছে। আর প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগীর সংখ্যা প্রায় ২০ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় “ক” ইউনিটে ১২ হাজার ৫৭ জন, ‘খ’ ইউনিটে পাঁচ হাজার সাতশ ৬৮ জন, ‘গ’ ইউনিটে চার হাজার দুইশ ৭৭ জন এবং শাখা পরিবর্তনকারী ছয় হাজার তিনশ পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

‍বিশ্ববিদ্যালয়সহ নগরীর ৮টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত “খ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ ও বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ কেন্দ্রে  অনুষ্ঠিত হবে।

একইদিনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত “গ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

এছাড়াও শনিবার (২৪ নভেম্বর ) সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত   শাখা পরিবর্তনকারী  ও “ক” ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর সরকারি বরিশাল কলেজ, সরকারি মহিলা কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অপরদিকে বিগত বছরগুলোর ন্যায় এবারের ভর্তি পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী শনাক্তকরণ চলবে। সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইসের ব্যবহার রোধে পরীক্ষার্থীদের মুখ ও কান অনাবৃত রাখার সিদ্ধান্ত যথারীতি বহাল থাকবে।‍

এছাড়াও ভর্তি পরীক্ষার আসন বিন্যাসসহ যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.bu.ac.bdwww.barisaluniv.edu.bd) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য,  চলতি শিক্ষাবর্ষ হতে পূর্বের ২২ টি বিভাগের সাথে নতুন আরও ২টি বিভাগ ‘ইতিহাস এবং পরিসংখ্যান’ যুক্ত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর