ছিনতাইয়ের অভিযোগে জাবি’র ৫ শিক্ষার্থী আটক

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-02 10:40:14

বহিরাগত দুই শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাইকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাঁচ শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। এর আগেও আটকৃতদের বিরুদ্ধে ছিনতাই ও সাংবাদিক মারধরের অভিযোগ রয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- বাংলা বিভাগের আসিফ আহমেদ ও সজিব গাজী, লোক প্রশাসন বিভাগের ইয়া রাফিউ শিকদার, মুস্তাফিজুর রহমান ও সোহেল রানা। তারা জাবি’র ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থী জাহেদুর রহমান বলেন, ‘বান্ধবীসহ বোটানিক্যাল গার্ডেনের দিকে বসে ছিলাম। পরে তারা পাচঁজন এসে আমাদেরকে ধরে এবং বলে তোদেরকে এখন প্রক্টরের কাছে নিয়ে যাবো। আর প্রক্টরের কাছে নিলে একলাখ টাকা লাগবে, প্রক্টররাও টাকা খায়, সব আমাদের সেটিং করা। প্রক্টরও আমাদের হাতে আছে, তো এখন তোরা কি ঐ জায়গায় যাবি? আর না গেলে ভিতরে আয়।’

জাহেদুর আরো বলেন, ‘আমাদেরকে ক্যাম্পাসের অনেক ভিতরে নিয়ে মারধর করে। এ সময় আমার কাছে থাকা মানিব্যাগ থেকে টাকা ও আমার বান্ধবীর কানের দুল নিয়ে নেয়। তারপর আমাকে আলাদা করে নিয়ে যায় আর বান্ধবীকে ওখানেই রাখে।’

‘আমাকে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা আনতে বলে। আমি বন্ধুকে কল করার কথা বললে আমাকে আরো মারধর করে। পরে আমি দৌঁড় দিয়ে পালাইছি।’

ঘটনার সুষ্ঠু বিচার ও আর্থিক  ক্ষতিপূরণের দাবি করে প্রক্টর বরাবর লিখিত আবেদন করেছেন জাহেদুর রহমান।

এদিকে অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত পাঁচ শিক্ষার্থী। তারা বলেন, ‘অভিযোগকারীদের আপত্তিকর অবস্থায় দেখে তাদের পরিচয় জানতে বিভাগ, ব্যাচ ও হলের নাম জিজ্ঞাসা করলে তারা উত্তর দিতে পারেনি। এ সময় অভিযোগকারী ভয়ে দৌঁড় দেয়। পরে অভিযোগকারীর পরিচিত ক্যাম্পাসের সিনিয়র ভাইয়েরা এসে আমাদেরকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে আসে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘আটককৃতরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে নোটিশের জবাবও দিয়েছে। ডিসিপ্লিনারি বোর্ডের জরুরি সভায় সিদ্ধান্ত মোতাবেক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর