প্রথম সমাবর্তনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মাতাবেন ব্যান্ড ওয়ারফেজ

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 21:32:12

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্যাম্পাস মাতাবেন প্রখ্যাত ব্যান্ড সঙ্গীত দল ওয়ারফেজ। সোমবার বেলা ১১টায় নগরীর খড়খড়ি বাইপাস সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এম. ওসমান গনি তালুকদার বলেন, আগামী ২ জুন আমরা প্রথম সমাবর্তন আয়োজন করতে যাচ্ছি। সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্য অ্যাডভোকেট আব্দুল হামিদ'র প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব ও গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন অনুষদভুক্ত দশ বিভাগের প্রায় চার হাজার গ্রাজুয়েট এদিন আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণ করবেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখা দুই শিক্ষার্থীকে 'চ্যান্সেলর গোল্ড মেডেল' এবং নয় শিক্ষার্থীকে 'ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল' প্রদান করা হবে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবর্তনে সমাবর্তন বক্তা থাকবেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সমাবর্তনে বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়া সমাবর্তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন'র (ইউজিসি) চেয়ারম্যান এবং ইউজিসি'র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সার্বিক প্রস্তুতির বিষয়ে উপাচার্য বলেন, প্রথম সমাবর্তন হওয়ায় এটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও তার গ্রাজুয়েটদের জন্য একটি ঐতিহাসিক স্মরণীয় মুহূর্ত হতে যাচ্ছে। আমাদের সমাবর্তন সার্থক করে তোলার জন্য সমাবর্তন প্রস্তুতি কমিটি ও এর ১৮ টি উপ-কমিটি পুরোদমে প্রস্তুতি শুরু করেছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে উপাচার্য বলেন, সমাবর্তনের মূল আয়োজন শেষে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রখ্যাত ব্যান্ড সঙ্গীত দল ওয়ারফেজ সঙ্গীত পরিবেশন করবে। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী ও এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাতিমা তুয যাহরা ঐশীও সঙ্গীত পরিবেশন করবেন।

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আশিক মোসাদ্দিক এবং পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান।

উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে গত ১০ বছরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণা পরিচালনায় নিরলস ভূমিকা পালনের মধ্য দিয়ে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে। এই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে বিপুল সংখ্যক শিক্ষার্থী দেশ ও দেশের বাইরে বিভিন্ন সরকারি বেসরকারি-জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন এবং অনেকেই ইতোমধ্যেই অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

এ সম্পর্কিত আরও খবর