নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 17:17:43

ঢাকাসহ সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এ এমসিকিউ ভর্তি পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরীক্ষা শকলা ভবনের পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়া বেশ কয়েকজন পরীক্ষার্থীদের সঙ্গে কথা হলে, প্রশ্ন নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।

প্রসঙ্গত, দেশের ১০০টি প্রতিষ্ঠানে নার্সিং ও মিডওয়াইফারিতে আসন সংখ্যা চার হাজার ৯৮০টি। এর মধ্যে বিএসসি ইন নার্সিংয়ে আসন রয়েছে এক হাজার ২০০টি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে আসন দুই হাজার ৭৩০টি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে এক হাজার ৫০টি আসন। নার্সিং ভর্তি পরীক্ষায় ছেলেদের আসন সংখ্যা মাত্র ১০ শতাংশ এবং বেসরকারিতে ২০ শতাংশ।

এছাড়া ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে কোনো ছাত্র পরীক্ষা দিতে পারবেন না। এর আগে ৩ এপ্রিল নার্সিং ও মিডওয়াইফারিতে ভর্তির আবেদন শুরু হয় যা ২০ এপ্রিলে গিয়ে শেষ হয়।

এ সম্পর্কিত আরও খবর