ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১৩০ আসনের বিপরীতে উত্তীর্ণ ২৪১ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
ভর্তির যোগ্য বিবেচিত ২৪১ জনের মধ্যে শেষ পর্যন্ত ১৩০ জন মেধাক্রম অনুযায়ী চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
এ বছর ‘চ’ ইউনিটে মোট ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৪৪৪ জন। গত ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ৪০ নম্বরের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে এক যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকায় পরীক্ষা দিয়েছে চার হাজার ৭৫৭ জন ও ঢাকার বাইরে সাতটি বিভাগে পরীক্ষা দিয়েছে দুই হাজার ৬৮৭ জন। প্রথম পর্বে সাধারণ জ্ঞান পরীক্ষায় নির্বাচিত এক হাজার ৫০২ জন ভর্তিচ্ছু আবেদনকারী ২ জুলাই সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্ধারিত কেন্দ্রে ‘অঙ্কন’ (ফিগার ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণ করে।
ফল জানা যাবে যেভাবে: ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা https://admission.eis. du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে। এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU CHA টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
উল্লেখ্য, চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দুটি অংশে মোট ১০০ নম্বরের অনুষ্ঠিত হয়। যেখানে একটি হলো- ৪০ নম্বরের সাধারণ জ্ঞান (বহুনির্বাচনী) অংশে এবং অন্যটি হলো- ৬০ নম্বরের অঙ্কন (ফিগার ড্রয়িং)।
চারুকলা অনুষদের বিভাগগুলো হলো- অঙ্কন ও চিত্রায়ণ, ভাস্কর্য, গ্র্যাফিক ডিজাইন, কারুশিল্প, প্রিন্ট মেকিং, প্রাচ্যকলা, শিল্পকলার ইতিহাস এবং মৃৎশিল্প ইত্যাদি।