এক প্রক্সি পরীক্ষার্থীর ফল বাতিল, আরেকজনের বহাল!

ভর্তিযুদ্ধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 20:10:34

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মানবিক অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী গ্রুপ-২ এ প্রথম হওয়া প্রক্সি পরীক্ষার্থীর ফল বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (০৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় এ ইউনিটের পরীক্ষার্থী তানভির আহমেদ, রোল ৩৯৫৩৪ এর ফলাফল বাতিল করা হয়েছে।

তবে একই ইউনিটের গ্রুপ-৩ এ আরেক প্রক্সি পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার ফল নিয়ে জনসংযোগ দফতর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কিছুই জানানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, আমরা প্রক্সির ঘটনায় জড়িত সকলের ফল বাতিল করব। আমরা একে একে বাতিল করছি।

এর আগে, বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রকাশিত ফল-এ দেখানো হয় 'এ' ইউনিটের গ্রুপ-২ এ প্রথম হয়েছেন ৩৯৫৩৪ রোলের পরীক্ষার্থী তানভীর আহমেদ। যার হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পরে একবছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন প্রক্সিদাতা বায়জিদ খান। এছাড়া গ্রুপ-৩ এ মেধাতালিকায় ৬ হাজার ৯২১ তম হয়ে উত্তীর্ণ হয়েছেন ৬২৮২৮ রোলের পরীক্ষার্থী মোছা. ইশরাত জাহান। যার হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পরে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন প্রক্সিদাতা জান্নাতুল মেহজাবিন। এছাড়া বাকি দুজন প্রক্সি পরীক্ষার্থীকে ওয়েবসাইটে প্রকাশিত ফলে এক্সপেলড দেখানো হয়।

এ সম্পর্কিত আরও খবর